বহু পুরনো এই ফিচার থাকছে না Royal Enfield Classic 350-এর নতুন মডেলে, মিস করবেন?

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এ মাসের শেষান্তে Classic 350-এর নতুন মডেল লঞ্চ করবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিগত...
SHUVRO 23 Aug 2021 2:16 PM IST

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এ মাসের শেষান্তে Classic 350-এর নতুন মডেল লঞ্চ করবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিগত কয়েক মাস ধরে অনেকবার প্রকাশ্য রাস্তায় আপডেটেড Classic 350 মডেলের পরীক্ষা চলেছে। রোড টেস্টিংয়ের ছবিও হয়েছে ক্যামেরাবন্দী। সেগুলি দেখার পর স্পষ্ট, বিদায়ী মডেলের মতো কিক স্টার্ট বৈশিষ্ট্য ছাড়াই আত্মপ্রকাশ ঘটছে 2021 Classic 350-এর। অবশ্য কিক স্টার্ট না থাকলেও বিভিন্ন নতুন ফিচারের সংযোজন হচ্ছে এই রেট্রো মোটরসাইকেলে।

Royal Enfield Classic 350-এর নতুন মডেলে বড়সড় পরিবর্তন

নতুন ইঞ্জিন, মিটার কনসোল, ট্রিপার নেভিগেশন সিস্টেম-সহ আরও অনেক কিছু পাচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০। দীর্ঘ দিন ধরে ব্যবহার করে আসা সিঙ্গল ডাউনটিউব চ্যাসিসের পরিবর্তে নতুন টুইন ক্রাডেল চ্যাসিস দেওয়া হয়েছে ক্লাসিক ৩৫০-এর নতুন অবতারে। এর ফলে হ্যান্ডলিং এবং কর্নারিং অ্যাবিলিটি আরও উন্নত হবে. পাশাপাশি এটি আরও ভাল রাইডিং ডাইনামিক্স অফার করবে। আবার ব্যালেন্স শ্যাফ্টের সংযুক্তি ভাইব্রেশন অধিক পরিমাণে কমাবে।

মিটিওর ৩৫০ মোটরসাইকেল থেকে ধার করা ৩৪৯ সিসি-র ইঞ্জিন দেওয়া হয়েছে নতুন ক্লাসিক ৩৫০ বাইকে। যার সর্বোচ্চ পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ২০.৪ বিএইচপি ও ২৭ এনএম।

প্রযুক্তি ও যান্ত্রিক আপডেট পাওয়ার কারণে পুরনো মডেলের চেয়ে বেশি দামে আসবে 2021 Classic 350। নতুন মডেলের দাম শুরু হতে পারে ১.৮৫ লক্ষ টাকা থেকে। ভ্যারিয়েন্ট অনুযায়ী যা পৌঁছতে পারে সর্বোচ্চ ২.২০ লক্ষ টাকায় (এক্স-শোরুম)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story