Royal Enfield Classic 350-র দামে পরিবর্তন, এবার দৌড়বে ইথানলে, মাইলেজ দেবে বেশি

মে মাসের শেষান্তে জনপ্রিয় রেট্রো মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) মূল্যবৃদ্ধির খবর শোনালো। তাদের...
SUMAN 30 May 2023 2:01 PM IST

মে মাসের শেষান্তে জনপ্রিয় রেট্রো মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) মূল্যবৃদ্ধির খবর শোনালো। তাদের বেস্ট-সেলিং মডেল ক্লাসিক ৩৫০ (Classic 350)-এর দামে পরিবর্তন আনা হয়েছে। বাইকটি এখন দাম শুরু হচ্ছে ১,৯৩,০৮০ টাকা থেকে। আগে যেখানে স্টার্টিং প্রাইস ছিল ১,৯০,০৯২ টাকা। দেখতে গেলে প্রতিটি ভ্যারিয়েন্টের মূল্য বাড়ানো হয়েছে। দাম বাড়ার পিছনে বাইকটির নতুন নির্গমন বিধি মেনে দেওয়া আপডেটই দায়ী বলে মনে করা হচ্ছে।

ভ্যারিয়েন্ট অনুযায়ী Royal Enfield Classic 350-র নতুন মূল্যের তালিকা

Redditch: ১,৯৩,০৮০ টাকা (আগে ছিল ১,৯০,০৯২ টাকা)

Halcyon সিঙ্গেল-চ্যানেল এবিএস: ১,৯৫,১৯১ টাকা (আগে ছিল ১,৯২,৮৮৯ টাকা)

Halcyon ডুয়েল-চ্যানেল এবিএস: ২,০২,০৯৫ টাকা (আগে ছিল ১,৯৮,৯৭১ টাকা)

Signals: ২,১৩,৮৫২ টাকা (আগে ছিল ২,১০,২৮৫ টাকা)

Dark: ২,২০,৯৯১ টাকা (আগে ছিল ২,১৭,৫৮৯ টাকা)

Chrome: ২,২৪,৭৫৫ টাকা (আগে ছিল ২,২১,২৯৭ টাকা)

Royal Enfield Classic 350 স্পেসিফিকেশন ও ইঞ্জিন

Classic 350-এর দরবৃদ্ধির সাথে এর কারিগরি বৈশিষ্ট্যে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই এতে রয়েছে টুইন বাল্ব টাইপ পাইলট ল্যাম্প সমেত একটি গোলাকৃতি হেডলাইট, একটি কার্ভি ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট এবং একটি সাইড স্লাঙ্গ এগজস্ট। Classic 350-এর নির্বাচিত ভ্যারিয়েন্টে উপস্থিত অ্যালয় হুইল। যেখানে অন্যান্য মডেলে রয়েছে ওয়্যার স্পোক। আবার এতে আছে টিউব টাইপ টায়ার।

বর্তমানে Royal Enfield Classic 350-তে OBD2 বিধি মেনে ইঞ্জিন দেওয়া হয়েছে। আবার এটি E20 (৮০% পেট্রোলের সাথে ২০% ইথানল) জ্বালানিতে চলতে সক্ষম। এর ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড মোটর থেকে ৬,১০০ আরপিএম গতিতে ২০.২ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়।

Show Full Article
Next Story