অপেক্ষার অবসান, Royal Enfield Classic 650 বাইকের দাম ও ডেলিভারি কবে শুরু হবে জেনে নিন

Royal Enfield Classic 650 এর দাম 3.6 লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বাইকের বিভিন্ন কালার অপশনের উপর নির্ভর করে দাম কিছুটা বাড়তে পারে।

Suman Patra 26 Dec 2024 11:10 PM IST

রয়্যাল এনফিল্ডের নতুন Classic 650 বাইকের অপেক্ষার শীঘ্রই অবসান হতে চলেছে। সংস্থাটি কয়েকদিনের মধ্যে এই বাইকের দাম ঘোষণা করতে চলেছে। কয়েক সপ্তাহ আগে মোটোভার্স ইভেন্টে বাইকটি লঞ্চ করা হয়েছিল। দুর্দান্ত লুকের কারণে এটি ইতিমধ্যেই অসাধারণ সাড়া পেয়েছে। বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

দাম কত হবে?

Royal Enfield Classic 650 এর দাম 3.6 লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বাইকের বিভিন্ন কালার অপশনের উপর নির্ভর করে দাম কিছুটা বাড়তে পারে। এই বাইকটি সুপার মেটিওর 650 এবং শটগান 650 এর মধ্যেকার নয়া মডেল হবে। উল্লেখ্য শটগান 650 এর টপ ভ্যারিয়েন্টের দাম প্রায় 3.6 লক্ষ টাকা।অন্যদিকে সুপার মেটিওর 650 এর প্রারম্ভিক মূল্য শুরু হচ্ছে 3.64 লক্ষ টাকা থেকে।

কবে থেকে ডেলিভারি শুরু হবে?

ডিলারদের কাছে বাইকের প্রথম ব্যাচের বিলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে শেষ হবে। 2025 সালের জানুয়ারির শেষ থেকে বাইকটির ডেলিভারি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Royal Enfield Classic 650: ডিজাইন ও ফিচার

Royal Enfield Classic 650 দুর্দান্ত রেট্রো লুক এবং উন্নত ফিচারের মাধ্যমে মানুষের মন জয় করবে। যারা এই বাইককে মোটোভার্স ইভেন্টে দেখেছেন তারা এর ক্লাসিক ডিজাইনের প্রশংসা করেছেন। বাইকটি রয়্যাল এনফিল্ডের 650 সিসি টুইন ইঞ্জিন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। ক্লাসিক 650 বিশেষভাবে তাদের জন্য ডিজাইন করা হয়েছে যারা পুরানোর সাথে এবং আধুনিকতার সংমিশ্রণ চান।

বাজারে প্রতিযোগিতা

রয়্যাল এনফিল্ড ক্লাসিক 650 মূলত Honda Rebel 500, Kawasaki Vulcan S এবং Benelli 502C এর সাথে প্রতিযোগিতা করবে। তবে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড ভ্যালু এবং গ্রাহক আস্থা এটিকে বাজারে সেরার সেরা করে তুলতে পারে।

Show Full Article
Next Story