বিবর্ণ লাগবে বাকি সব বাইক! বাজার কাঁপাতে 650 সিসির ক্লাসিক আনছে Royal Enfield
ভারতে প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে দীর্ঘদিন ধরেই পথপ্রদর্শক হিসেবে নেতৃত্বের রশি হাতে রেখেছে রয়্যাল এনফিল্ড (Royal...ভারতে প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে দীর্ঘদিন ধরেই পথপ্রদর্শক হিসেবে নেতৃত্বের রশি হাতে রেখেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। Classic 350 লঞ্চের পর থেকেই তাদের বেস্ট সেলিং মডেলের তকমা ধরে রেখেছে। কিন্তু ইদানিং ৬৫০ সিসি মোটরসাইকেল সেগমেন্টকে আলাদা গুরুত্ব দিয়ে একের পর এক নতুন মডেল লঞ্চ করতে তৈরি তারা। শীঘ্রই সংস্থা বাজারে আনবে Shotgun 650। এখানেই শেষ নয়, পরবর্তী মডেল হিসাবে Classic 650 আনার তোড়জোড় শুরু করেছে কোম্পানি। এটিই সংস্থার ৬৫০ সিসির সবচেয়ে সস্তার মডেল হতে পারে। সম্প্রতি বাইকটির টেস্টিং চলাকালীন দর্শন পাওয়া গিয়েছে। কেমন হবে এটি? চলুন দেখে নেওয়া যাক।
Royal Enfield Classic 650 আসছে
স্পাই ছবিতে দেখা গেছে, Classic 650-এ ব্যবহার করা হয়েছে Super Meteor 650-এর চ্যাসিস। কিন্তু দাম কম রাখার জন্য মডেল দুটির মধ্যে বেশ কিছু তারতম্য থাকবে। যেমন ক্লাসিক ৬৫০-এর ইঞ্জিন কেসে দেওয়া হয়েছে সিম্পল ক্রোম ফিনিশ। Continental GT 650 ও Interceptor 650-এর বেস ভ্যারিয়েন্টের ইঞ্জিন কেসেও ক্রোম ফিনিশিং বর্তমান।
সাসপেনশনের দায়িত্ব সামলাতে ক্লাসিক ৬৫০-এ থাকছে একটি প্রথাগত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার অ্যাবজর্বার। যেখানে Shotgun 650 ও Super Meteor 650-এ উপস্থিত Showa আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক। ছবি দেখে মনে করা হচ্ছে, Super Meteor 650-এর ফেন্ডার আপকামিং Classic 650 মডেলে থাকতে চলেছে। কিন্তু টেল ল্যাম্প এবং পেছনের নাম্বার প্লেটের ডিজাইন একটু আলাদা।
সামনে উপস্থিত কাউল সমেত এলইডি হেডলাইট। এছাড়া রয়েছে হ্যালোজেন বাল্ব যুক্ত পাইলট ল্যাম্প। মোটরসাইকেলটি টিউব টায়ার সমেত স্পোক হইলে ছুটবে। এছাড়া ক্লাসিক ৬৫০-এ চোখে পড়েছে ইঞ্জিন গার্ড, যা Super Meteor 650-এও উপস্থিত। আবার Shotgun 650-এর সিট এতে ব্যবহার করা হয়েছে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সমেত রয়েছে দু’চাকায় ডিস্ক ব্রেক। এতে রয়েছে অ্যাডজাস্টেবল লিভার এবং একটি ব্যাশ প্লেট। Royal Enfield Classic 650 চলতি বছরের শেষে বা সামনের বছরের প্রথমে লঞ্চ হওয়ার সম্ভাবনা।