ফিরছে নস্টালজিয়া? Classic 650 লঞ্চের ইঙ্গিত দিল Royal Enfield, দাম কেমন হবে

প্রিমিয়াম মোটরসাইকেল বলতে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ছাড়া অন্য কোন সংস্থার কথা মাথায় আনতে পারেন না, এমন বহু মানুষ...
SUMAN 12 May 2024 4:53 PM IST

প্রিমিয়াম মোটরসাইকেল বলতে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ছাড়া অন্য কোন সংস্থার কথা মাথায় আনতে পারেন না, এমন বহু মানুষ রয়েছেন এদেশে। Guerrilla 450 নামে যে একটি নতুন বাইক তারা এই বছর লঞ্চ করবে, সে ব্যাপারে খুব সম্প্রতি জানা গিয়েছে। এছাড়া আরও একটি নতুন বাইক আনতে চলেছে সংস্থা। যার নাম Royal Enfield Classic 650 Twin। কোম্পানি ইতিমধ্যেই এই নামের জন্য ট্রেডমার্ক দায়ের করেছে। রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসির পঞ্চম মডেল হিসাবে আসবে Classic 650 Twin।

Royal Enfield Classic 650 Twin নামের ট্রেডমার্ক দায়ের হল

বর্তমানে রয়্যাল এনফিল্ডের ঝুলিতে চারটি ৬৫০ সিসি মোটরসাইকেল রয়েছে - Royal Enfield Interceptor 650, Continental GT 650, Super Meteor 650 ও Shotgun 650। এগুলির প্রতিটি ৬৪৮ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন দ্বারা পরিচালিত। এই এয়ার/অয়েল কুল্ড মোটর থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি ক্ষমতা এবং ৫২ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে ছয় গতির গিয়ারবক্স।

শক্তিশালী ইঞ্জিন থাকলেও আসন্ন Royal Enfield Classic 650 বাজার চলতি Classic 350-এর মতো ডিজাইন নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে। তবে কিছু অদলবদল থাকবেই। টেস্ট মডেলে টু-ইন-টু এগজস্ট সিস্টেম পরিলক্ষিত হয়েছে। যা বাইকটির সার্বিক ডিজাইনের সঙ্গে যথেষ্ট মানানসই। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, Classic 650 Twin-এ টেলিস্কোপ ফ্রন্ট ফর্ক, টুইন-পড ইন্সট্রুমেন্ট কনসোল এবং সিলভার ফিনিশিং ইঞ্জিন মিলবে।

Royal Enfield Classic 650 Twin name trademarked

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ টুইন-এ স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য হিসেবে ডুয়েল চ্যানেল এবিএস উপলব্ধ হবে। আবার এলইডি হেডলাইট নিয়ে এটি লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। সংস্থার পোর্টফোলিওতে বাইকটির স্থান Interceptor 650-এরও নিচে হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। দাম প্রায় ৩ লাখ টাকা (এক্স-শোরুম) হতে পারে। সে ক্ষেত্রে এটিই হবে সংস্থার সবচেয়ে সস্তা ৬৫০ সিসি বাইক। তবে লঞ্চের সময়কাল প্রসঙ্গে এখনই কিছু বলা সম্ভব নয়।

Show Full Article
Next Story