2025 সালে লঞ্চ হবে Royal Enfield-এর ইলেকট্রিক বাইক, হইচই ফেলে বড় ঘোষণা

প্রথাগত জ্বালানি যেমন পেট্রলের উপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব যানবাহন গাড়ি নির্মাণে জোর দিচ্ছে নির্মাতারা। ইতিমধ্যেই...
techgup 14 Aug 2024 3:19 PM IST

প্রথাগত জ্বালানি যেমন পেট্রলের উপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব যানবাহন গাড়ি নির্মাণে জোর দিচ্ছে নির্মাতারা। ইতিমধ্যেই হিরো, বাজাজ, এবং টিভিএস-এর মতো সংস্থা বাজারে ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে। কিন্তু বড় ব্র্যান্ডগুলির মধ্যে কেউউ এখনও ইলেকট্রিক বাইক লঞ্চ করেনি। সেই জায়গাটা এবার পূরণ করতে চলেছে Royal Enfield। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আগামী বছরই তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চের ইঙ্গিত দিয়েছে ভারতীয় কোম্পানিটি।

২০২৫ অথর্বর্ষেই রয়্যাল এনফিল্ড তাদের প্রথম প্রোডাকশন ইলেকট্রিক বাইক আনবে। গত বছর সংস্থাটি ইলেকট্রিক হিমালয়ান কনসেপ্ট প্রদর্শন করেছিল, তখন সেটির কোডনাম দেওয়া হয়েছিল electricK01। এটিই এনফিল্ডের প্রথম ব্যাটারি চালিত মোটরবাইক হিসাবে ভারতে আসবে কিনা, সেটা অবশ্য নিশ্চিত করা যায়নি। তবে বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে।

Royal Enfield Electric বাইকে ফিক্সড ব্যাটারি থাকবে। অর্থাৎ সেটি খুলে বার করে সুবিধামতো যে কোনও জায়গায় চার্জ দেওয়া যাবে না। সোয়াপেবল ব্যাটারি সেটআপ ব্যবহার থেকে বিরত থাকছে তারা। তবে ব্যাটারিটি স্মার্টফোনের মতো ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দুই প্রোটোটাইপ ই-বাইকের ডিজাইন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

পেটেন্ট ইমেজে একটি ওল্ড-স্কুল রেট্রো স্টাইলের বাইক দেখা গিয়েছে, যা সংস্থার বর্তমান ইঞ্জিন চালিত টু-হুইলারের মতো। প্রথম ইলেকট্রিক মডেলটি দেখতে খুব সুন্দর হবে বলেই দাবি করেছে কোম্পানি। আগামী ১২ মাসের মধ্যেই সেটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে মার্কেটে।

Show Full Article
Next Story