রূপে-গুণে ঝড় তুলতে নভেম্বরেই আসছে Royal Enfield Goan Classic 350, দাম কত থাকবে

প্রতি বছর নভেম্বর নাগাদ রয়্যাল এনফিল্ডের বার্ষিক অনুষ্ঠান মটোভার্স আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আগের বছর শটগান ৬৫০ এনেছিল এনফিল্ড। এ বছর লঞ্চ হতে চলেছে Royal Enfield Goan Classic 350।

Suvrodeep Chakraborty 15 Nov 2024 10:53 PM IST

সাড়ে তিনশো সিসি ইঞ্জিনের আরও এক নতুন বাইক আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। জনপ্রিয় বাইক ক্লাসিক মডেলের আপডেটেড ভার্সন বলতে পারেন এই মোটরসাইকেলকে। জানা গিয়েছে, ২৩ নভেম্বর লঞ্চ হবে Royal Enfield Goan Classic 350। সংস্থার বার্ষিক অনুষ্ঠান মটোভার্সে পর্দা সরানো হবে এই বাইকের উপর থেকে।

রয়্যাল এনফিল্ডের ‘জে’ প্ল্যাটফর্মের উপর ভর করে তৈরি ক্লাসিক, হান্টারের মতো বাইক। ওই একই প্ল্যাটফর্মের নতুন মডেল হতে চলেছে গোয়ান ক্লাসিক। এটি স্ট্যান্ডার্ড ক্লাসিক মডেলের থেকে আলাদা এই কারণে, বাইকটির ডিজাইন ববার মোটরসাইকেলগুলির মতো। এই ধরনের বাইকে সাধারণত সিটের উচ্চতা কম হয়, পিছন দিকটা বেশ ন্যারো থাকে এবং চওড়া টায়ারের সঙ্গে আসে। সেরা উদাহরণ জওয়া ৪২ এবং জওয়া পেরাক।

রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০ : কী ফিচার্স মিলবে?

এতে ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যাবে, যা সর্বাধিক ২০ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক তৈরি করতে পারবে। সঙ্গে মিলবে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকের সামনে পাওয়া যাবে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে ডুয়াল রিয়ার শক সাসপেনশন। টপ মডেলে ডিস্ক ব্রেক থাকলেও, বেস মডেলে পাওয়া যাবে ড্রাম ব্রেক।

ফিচারের ক্ষেত্রে ক্লাসিক ৩৫০-এ যা যা আছে সেগুলোই থাকবে গোয়ান ক্লাসিকে। শুধু ফিচারগুলির স্টাইলিং আলাদা হতে পারে। যেমন - এলইডি হেডল্যাম্প, সিঙ্গেল পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ট্রিপার নেভিগেশন। ব্রেকিংয়ের জন্য ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এটি স্ট্যান্ডার্ড ক্লাসিক মডেলের থেকে বেশ রিল্যাক্স ডিজাইনের সঙ্গে আসতে চলেছে। বাইকের আয়তন এবং ডিজাইনই গোয়ান ক্লাসিকের মূল আকর্ষণ হতে পারে।

রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০ : সম্ভাব্য দাম

রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ২.১০ লাখ টাকার আশেপাশে বাজারে আসতে পারে। এই মুহূর্তে স্ট্যান্ডার্ড রয়্যাল এনফিল্ড ক্লাসিকের দাম বাজারে ১.৯৩ লাখ থেকে ২.৩০ লাখ টাকা।

Show Full Article
Next Story