Royal Enfield Goan Classic

তরুণ থেকে বয়স্ক, সকলের মন জিততে অনবদ্য বাইক লঞ্চ করল রয়্যাল এনফিল্ড

২১ নভেম্বর বাইকটি উন্মোচন করে রয়্যাল এনফিল্ড। গতকাল আনুষ্ঠানিক ভাবে বাজারে লঞ্চ হল Royal Enfield Goan Classic 350। ৩৫০ সিসি ইঞ্জিন সম্পন্ন আরও এক মোটরসাইকেল হাজির হল এনফিল্ডের শোরুমে।

Suvrodeep Chakraborty 24 Nov 2024 1:57 PM IST

২১ নভেম্বর বাইকটি উন্মোচন করে রয়্যাল এনফিল্ড। গতকাল আনুষ্ঠানিক ভাবে বাজারে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০ (Royal Enfield Goan Classic 350)। ৩৫০ সিসি ইঞ্জিন সম্পন্ন আরও এক মোটরসাইকেল হাজির হল এনফিল্ডের শোরুমে। গোয়ান লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে এই বাইক। গোয়ান ক্লাসিকের দাম রাখা হয়েছে ২.৩৫ লাখ টাকা।

গোল হেডল্যাম্পের পাশাপাশি এতে রয়েছে টিয়ারড্রপ শেপ ফুয়েল ট্যাংক। রিল্যাক্স রাইডিং অভিজ্ঞতা দেওয়ার জন্য এই ভাবে ডিজাইন করা হয়েছে বাইকটি। সিঙ্গেল পিস সিট রয়েছে এতে, যার উচ্চতা ৭৫০ মিলিমিটার। এটি স্ট্যান্ডার্ড ক্লাসিক মডেলের থেকে কম। অন্যান্য ডিজাইনের মধ্যে উল্লেখযোগ্য বাইকের ভিন্ন আকৃতির রিয়ার ফেন্ডার। পিছনের চাকার সাইজ ১৬ ইঞ্চি এবং সামনের চাকা ১৯ ইঞ্চি। টিউবলেস টায়ার রয়েছে বাইকে।

রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০ : ইঞ্জিন

রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিকে রয়েছে ৩৪৯ সিসি জে সিরিজ ইঞ্জিন, যা সর্বাধিক ২০.২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ার। উন্নত ব্রেকিংয়ের জন্য ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম মজুত বাইকে।

রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০ : ফিচার্স

বাইকে ফিচার্স রয়েছে LED লাইটিং, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার (থাকবে স্পিডোমিটার, ট্রিপমিটার, ওডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং ট্রিপার নেভিগেশন)। ববার স্টাইল এই বাইক চারটি রংয়ে পাওয়া যাবে - পার্পেল হেজ, রেভ রেড, শ্যাক ব্ল্যাক এবং ট্রিপ টিল।

রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক : দাম

ভারতে রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০ এর দাম রাখা হয়েছে ২.৩৫ লাখ টাকা (এক্স-শোরুম)। ক্লাসিকের সঙ্গে তুলনা করলে বাইকটি একটু দামি। স্ট্যান্ডার্ড ক্লাসিক ৩৫০ এর দাম ১.৯৩ লাখ থেকে ২.২৪ লাখ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story