Royal Enfield Goan Classic 350: রয়্যাল এনফিল্ড ক্লাসিকের নতুন অবতার চমকে দেবে বাইকপ্রেমীদের

Royal Enfield বর্তমানে ৩৫০ সিসি থেকে শুরু করে ৬৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির একঝাঁক নতুন মোটরসাইকেলের উপর কাজ করছে। যেগুলির...
Shankha Shuvro 22 Oct 2024 2:07 PM IST

Royal Enfield বর্তমানে ৩৫০ সিসি থেকে শুরু করে ৬৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির একঝাঁক নতুন মোটরসাইকেলের উপর কাজ করছে। যেগুলির মধ্যে সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে Goan Classic 350। এটি একটি ববার স্টাইলের বাইক। বলা ভাল, ক্লাসিকের ববার সংস্করণ হিসাবে বাজারে আসতে চলেছে। মোটরসাইকেলটি নভেম্বরে গোয়াতে অনুষ্ঠিত হতে চলা রয়্যাল এনফিল্ড মোটোভার্স ইভেন্টে আত্মপ্রকাশ করতে পারে। চলুন দেখে নিই, এই বাইক কী কী অফার করবে।

ডিজাইন

স্পাই শট থেকে জানা গিয়েছে, রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০ স্ট্যান্ডার্ড মডেলের সামান্য সংশোধিত সংস্করণ। যা পরিবর্তন আনা হয়েছে সেগুলির বেশিরভাগ হার্ডওয়্যারে। যেমন লম্বা ইউ আকৃতির হ্যান্ডেলবার, সাদা ওয়াল টায়ার এবং বিচ্ছিন্ন করা যায় এমন পিলিয়ন সিট। পিছনের ফেন্ডার উন্মুক্ত করার সুবিধা থাকছে বলে ববার স্টাইলিং আরও ভাল ভাবে ফুটে উঠেছে।

ইঞ্জিন ও হার্ডওয়্যার

রয়্যাল এনফিল্ডের সমস্ত ৩৫০ সিসি বাইকের মতো গোয়ান ক্লাসিক ৩৫০ মডেলে জে সিরিজের ৩৪৯ সিসি ইঞ্জিন থাকবে। এটি ২০.২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপাদন করবে। সঙ্গে থাকবে সিক্স স্পিড গিয়ারবক্স। সাসপেনশনের জন্য বাইকটির সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে ডুয়াল শক অ্যাবজর্ভার পাওয়া যাবে। স্পোক হুইলের সঙ্গে এই মডেলের দু'চাকায় ডিস্ক ব্রেক মিলবে। তবে বেস মডেলের পিছনে ড্রাম ব্রেক থাকার সম্ভাবনা।

ফিচার্স ও দাম

রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০ বাইকের বিশেষ ফিচার্সের মধ্যে থাকবে এলইডি হেডলাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, নেভিগেশন সিস্টেমের জন্য আলাদা পড এবং সিঙ্গেল/ডুয়াল চ্যানেল এবিএস। এটি ২.১০ লক্ষ টাকায় (এক্স-শোরুম) লঞ্চ হতে পারে। কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে ক্লাসিক ৩৫০ এর উপরে স্থান পাবে এটি।

Show Full Article
Next Story