হাতে আর এক মাস, জুলাইতে লঞ্চ হতে পারে Royal Enfield-এর নতুন বাইক গোরিলা 450

শিরা-উপশিরায় অ্যাডভেঞ্চার রয়েছে এমন রাইডারদের মুখে হাসি ফোটাতে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে রয়্যাল এনফিল্ড...
SUMAN 11 Jun 2024 4:58 PM IST

শিরা-উপশিরায় অ্যাডভেঞ্চার রয়েছে এমন রাইডারদের মুখে হাসি ফোটাতে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। সামনের মাসেই লঞ্চ হতে পারে তাদের নতুন একটি মোটরসাইকেল। যার নাম হয়ত অনেকেই শুনেছেন, Royal Enfield Guerrilla 450। এটি Himalayan 450-এ ব্যবহৃত ৪৫০ সিসি ইঞ্জিনে চলবে। জানলে অবাক হবেন, বাইকটি আদতে হিমালয়ান ৪৫০-এর রোডস্টার ভার্সন।

Royal Enfield Guerrilla 450 জুলাইতে লঞ্চ হতে পারে

Royal Enfield Guerrilla 450 একটি ৪৫২ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের সাথে হাজির হবে। তবে এর টিউনিং Himalayan 450-এর তুলনায় ভিন্ন হতে পারে। সেই ৪৫১.৬৫ সিসি ইঞ্জিন থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪০ হর্সপাওয়ার এবং ৫,৫০০ আরপিএম গতিতে ৪০ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে মিলবে ছয় গতির গিয়ারবক্স।

ডিজাইনের প্রসঙ্গে বললে, Royal Enfield Guerrilla 450-এ গোলাকৃতি হেড ল্যাম্পের দেখা মিলবে। সাসপেনশনের জন্য ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশক ইউনিট থাকছে। স্ট্যান্ডার্ড স্লিপার এবং সার্কুলার টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল সহ অ্যাসিস্ট ক্লাচের সাথে আসতে পারে বাইকটি। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে উপলব্ধ থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি, রিয়ার হুইলে সুইচেবল এবিএস, রাইড মোড, রাইড বাই ওয়্যার থ্রটেল ইত্যাদি।

Royal Enfield Guerrilla 450-এ ১৭ ইঞ্চি ব্ল্যাক অ্যালয় হুইল অফার করা হতে পারে। আবার এর হুইলবেস ও ওজন Himalayan 450-এর তুলনায় কম হবে। তাই Guerrilla 450-এর দাম Himalayan 450-এর থেকে সস্তা হবে বলেই অনুমান। ভারতের বাজারে বাইকটির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Triumph Speed 400, KTM 390 Duke ও Husqvarna Svartpilen 401।

Show Full Article
Next Story