দেশজুড়ে শোরগোল ফেলে রয়্যাল এনফিল্ড গোরিলা 450 এর ডিজাইন ফাঁস, রইল ছবি

অফ-রোডের পর এবার স্ট্রিট মোটরসাইকেলের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। শোনা যাচ্ছে, Himalayan...
SUMAN 13 May 2024 6:02 PM IST

অফ-রোডের পর এবার স্ট্রিট মোটরসাইকেলের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। শোনা যাচ্ছে, Himalayan 450 এর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আগামী জুলাইয়ে ভারতে আসতে চলেছে সংস্থার দ্বিতীয় ৪৫০ সিসি বাইক। যার নাম Royal Enfield Guerrilla 450। সম্প্রতি বাইকটির ফাঁস হওয়া অফিশিয়াল লোগো থেকে নামের বিষয়টি নিশ্চিত করা গিয়েছে। এবার দেশের রাস্তায় টেস্টিং চলাকালীন গোরিলার প্রোডাকশন ভার্সনের দেখা পাওয়া গেছে। সেখান থেকে Royal Enfield Guerrilla 450-এর বেশ কিছু তথ্য সামনে এসেছে।

Royal Enfield Guerrilla 450 এর স্পাই শট ভাইরাল

ছবি থেকে এটি স্পষ্ট যে, রয়্যাল এনফিল্ড তাদের নতুন ৪৫০ সিসির মোটরবাইক আনার জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চালাচ্ছে। Royal Enfield Guerrilla 450-এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে, এটি একটি ৪৫০ সিসি ইঞ্জিনের সঙ্গে হাজির হবে। তবে পুরোপুরি স্ট্রিট ফোকাস করে তোলার জন্য পাওয়ারট্রেনে সামান্য পরিবর্তন ঘটানো হতে পারে।

মজার বিষয়, Himalayan 450-এর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে এলেও Royal Enfield Guerrilla 450-এ ফুয়েল ট্যাঙ্ক, সিট এবং মাডগার্ড হবে পুরোদস্তুর ভিন্ন। এমনকি এতে পুরো মাত্রায় আলাদা সাসপেনশন দেওয়া হচ্ছে। সামনে ফর্ক গেইটর সহ প্রথাগত টেলিস্কোপিক ফর্কের দেখা মিলবে। দাম হাতের নাগালে রাখতে এতে হিমালয়ানের মতো ফুল কালার টিএফটি স্ক্রিন দেওয়া হবে না বলেই অনুমান।

রয়্যাল এনফিল্ড গোরিলা ৪৫০ এর ৪৫২ সিসি, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৩৯.৪৭ বিএইচপি ক্ষমতা এবং ৫,৫০০ আরপিএম গতিতে ৪০ এনএম টর্ক উৎপন্ন করবে। ইঞ্জিনকে সঙ্গত দিতে থাকছে ৬-গতির গিয়ারবক্স। অনুমান, বাইকটির দাম ২.৪ লাখ থেকে ২.৫ লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে থাকবে। ভারতের বাজারে Triumph Speed 400 ও Harley-Davidson X440 এর সঙ্গে লড়াই হবে রয়্যাল এনফিল্ড গোরিলার।

Show Full Article
Next Story