Royal Enfield-এর মোটরসাইকেল কেনার প্ল্যান? শোরুমে যাওয়ার আগে যে বিষয়টি জানলে লাভ

গত সপ্তাহে রয়্যাল এনফিল্ডের নতুন রোডস্টার বাইক গোরিলা ৪৫০ লঞ্চ হয়েছে। নিউ জেনারেশন হিমালয়ানের শেরপা প্ল্যাটফর্মের উপর...
SUMAN 22 July 2024 2:25 PM IST

গত সপ্তাহে রয়্যাল এনফিল্ডের নতুন রোডস্টার বাইক গোরিলা ৪৫০ লঞ্চ হয়েছে। নিউ জেনারেশন হিমালয়ানের শেরপা প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসা সংস্থার ৪৫০ সিসির দ্বিতীয় মোটরসাইকেল এটি। বাইকটি খুব শীঘ্রই দেশজুড়ে রয়্যাল এনফিল্ডের সমস্ত শোরুমে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। নতুন মডেল হওয়ার কারণে অনেকের মনেই গোরিলার ওয়েটিং পিরিয়ড নিয়ে প্রশ্ন জাগছে। চলুন দেখে নিই বাইকটির চাবি হাতে পেতে কতদিন অপেক্ষা করতে হবে।

রয়্যাল এনফিল্ড গোরিলা ৪৫০-র ওয়েটিং পিরিয়ড

গোরিলা ৪৫০ মোটরসাইকেলের অগ্রিম বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বুক করার জন্য ক্রেতাদের ১০,০০০ টাকা দিতে হবে। বর্তমানে পুণেতে বাইকটির ওয়েটিং পিরিয়ড সবচেয়ে কম বলে জানা গিয়েছে, যা হল ১০-১৫ দিন। অন্যদিকে, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে ৪৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কলকাতায় ওয়েটিং পিরিয়ড কতদিন, সেটা অবশ্য স্পষ্ট নয়।

পারফরম্যান্সের কথা বললে, রয়্যাল এনফিল্ড গোরিলায় হিমালয়ান ৪৫০-র ৪৫২ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে, যা ৪০.০২ পিএস পাওয়ার ও ৫,৫০০ আরপিএমে ৪০ এনএম টর্ক উৎপন্ন করবে। সঙ্গে সিক্স স্পিড গিয়ারবক্স, স্লিপার ও অ্যাসিস্ট ক্ল্যাচ উপলব্ধ। বেস মডেলটির দাম ২.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে, ড্যাশ ও ফ্ল্যাশ ভ্যারিয়েন্ট দু'টির দাম যথাক্রমে ২.৪৯ লক্ষ ও ২.৫৪ লক্ষ (এক্স-শোরুম)।

রয়্যাল এনরিল্ড গোরিলা ৪৫০-র উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি সহ ৪.০ ইঞ্চি গোল টিএফটি ডিসপ্লে, গুগল ম্যাপসের ফুল ম্যাপ নেভিগেশন, ডুয়াল চ্যানেল এবিএস, ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক এলইডি হেডলাইট, এলইডি ইন্ডিকেটর, এলইডি টেললাইট, ইউএসবি টাইপ-সি পোর্ট, ইত্যাদি।

Show Full Article
Next Story