RE Himalayan বাইকে বহু প্রতীক্ষিত আপগ্রেড, 40 হর্সপাওয়ারের নয়া ইঞ্জিন, আধুনিক ফিচার্স

Royal Enfield ভারতে এবছর Himalayan 450 লঞ্চের জন্য মুখিয়ে রয়েছে। তবে তার আগে আরও একবার মোটরসাইকেলটিকে এদেশের রাস্তায়...
SUMAN 10 May 2023 2:11 PM IST

Royal Enfield ভারতে এবছর Himalayan 450 লঞ্চের জন্য মুখিয়ে রয়েছে। তবে তার আগে আরও একবার মোটরসাইকেলটিকে এদেশের রাস্তায় টেস্টিং চালাতে দেখা গেল। অনলাইনে নতুন অ্যাডভেঞ্চার বাইকটির ফাঁস হওয়া ছবি দেখে অনুমান করা হচ্ছে, গণ উৎপাদন শুরুর জন্য এটি প্রস্তুত। Himalayan 411-এর আপগ্রেড হিসাবে আরও উন্নত অবতারে আসতে চলেছে Himalayan 450। সূত্রের দাবি, নতুন মডেলটির পাশাপাশি পুরনো বাইকটির বিক্রিও জারি রাখবে রয়্যাল এনফিল্ড।

Royal Enfield Himalayan 450 : ইঞ্জিন ও আর্গোনমিক্স

Himalayan 450 একটি নতুন ৪৫০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। এর আউটপুট কেমন হবে তা এখনও খোলসা করেনি কোম্পানি। বাইকটির প্রতিপক্ষ KTM Adventure 390-তে উপস্থিত ৩৭৩ সিসি লিকুইড কুল্ড মোটর থেকে ৪৩ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। আশা করা হচ্ছে, নতুন হিমালয়ানের ইঞ্জিন থেকে ৪০ হর্সপাওয়ার ক্ষমতা পাওয়া যাবে।

RE-Himalayan-450
Photo Credit : www. rushlane.com

স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচ সহ ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকতে পারে, ৬-স্পিড গিয়ারবক্য। অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হিসেবে হিমালয়ান ৪৫০ টল স্ট্রেট রাইডিং পজিশন অফার করবে। যা নিত্যদিন দূরপাল্লার যাত্রার জন্য আদর্শ। আপরাইট হ্যান্ডেলবারের দেখা মিলতে পারে এতে। এছাড়া স্প্লিট ডিজাইন স্যাডেলের দেখা পাওয়া যেতে পারে।

Royal Enfield Himalayan 450 : ফিচার্স

Himalayan 450 ইউএসডি ফ্রন্ট ফর্ক, অফসেট মোনোশক রিয়ার সাসপেনশন, স্পোক রিম সহ টিউবলেস টায়ার, নতুন সুইচগিয়ার, এলইডি হেডল্যাম্প, নতুন সাম্প গার্ড, টার্ন সিগনাল ও টেল ল্যাম্প এবং ব্রেক ফ্লুইড রিজার্ভার সহ আসবে। এছাড়া থাকবে বৃহৎ ফুয়েল ট্যাঙ্ক, একটি ফ্রন্ট বিক, স্প্লিট সিট, অ্যাক্সেসরিজের জন্য ভিন্ন মাউন্টিং, ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম সহ ফ্রন্ট এবং রিয়ার ডিস্ক ব্রেক প্রভৃতি। এতে দেওয়া হতে পারে বিল্ট-ইন নেভিগেশন সিস্টেম সহ নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

Royal Enfield Himalayan 450 : সম্ভাব্য দাম ও প্রতিপক্ষ

Royal Enfield Himalayan 450 চলতি বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। বাইকটির দাম ২.৬-২.৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। লঞ্চের পর মোটরসাইকেলটির সাথে KTM 390 Adventure, Yezdi Adventure ও BMW G 310 GS-এর টক্কর চলবে।

Show Full Article
Next Story