Himalayan 450 কিনে শীতে লং ট্রিপে ঘুরতে যাওয়ার প্ল্যান? এই বাইক সবচেয়ে সস্তা কোন শহরে জেনে রাখুন

হিমালয়ের তীব্র তেজ ও সহ্য শক্তিকে পাথেয় করে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) গত বছর নভেম্বরে নতুন প্রজন্মের Himalayan...
SUMAN 9 Jan 2024 11:16 AM IST

হিমালয়ের তীব্র তেজ ও সহ্য শক্তিকে পাথেয় করে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) গত বছর নভেম্বরে নতুন প্রজন্মের Himalayan 450 লঞ্চ করেছে। এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটি ইতিমধ্যেই বাজারে সাড়া ফেলে দিয়েছে। এক্স-শোরুম মূল্য 2.85 লাখ টাকা। এখন আগ্রহী ক্রেতাদের মনে বাইকটি আসল দাম নিয়ে নানান প্রশ্ন দেখা দিচ্ছে। কারণ কোন শহরে অন-রোড প্রাইস কত, তা অনেকেরই অজানা। তাই সেই সব বাইকপ্রেমীদের সুবিধার্ধে দেশের ১০টি বড় শহরে বাইকটির আসল মূল্যের খোঁজ রইল।

Royal Enfield Himalayan 450-এর অন-রোড মূল্য

মুম্বাই : 3,41,416

বেঙ্গালুরু : 3,79,936

দিল্লি : 3,29,312

পুণে : 3,41,416

নভি মুম্বাই : 3,41,416

হায়দ্রাবাদ : 3,41,122

আমেদাবাদ : 3,19,685

চেন্নাই : 3,41,157

কলকাতা : 3,35,722

চন্ডিগড় : 3,27,888

উপরে দেখা যাচ্ছে, Royal Enfield Himalayan 450-এর সবচেয়ে কম দাম আমেদাবাদে, এবং সবচেয়ে বেশি মূল্য বেঙ্গালুরুতে। এক্স-শোরুম দামের সাথে বীমা এবং আরটিও চার্জ যুক্ত হওয়ার পর অন-রোড প্রাইস ধার্য হয়েছে। তাই ডিলার এবং রাজ্য ভেদে এর পরিমাণ আলাদা হয়।

পারফরম্যান্সের কথা বললে, নতুন Royal Enfield Himalayan 450-এ উপস্থিত একটি 450 সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ 40 বিএইচপি শক্তি এবং 40 এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনকে শক্তি জোগাতে রয়েছে ছয়-গতির গিয়ারবক্স, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। উল্লেখযোগ্য ফিচার্স হিসাবে রয়েছে সার্কুলার কালার টিএফটি স্ক্রিন, সম্পূর্ণ এলইডি লাইটিং, রাইড বাই ওয়্যার থ্রটেল এবং সুইচেবেল এবিএস। বলে রাখি, হিমালয়ান 450 অরিজিনাল মডেলের থেকে অনেকটা হালকা এবং ওজন 196 কেজি।

Show Full Article
Next Story