নতুন Himalayan 450 কিনবেন? কোন শহরে অন-রোড দাম দাম সবচেয়ে কম জেনে রাখুন
দেশের ডুয়েল পারপাস অ্যাডভেঞ্চার মোটরসাইকেল মার্কেটে গত মাসে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের Royal Enfield Himalayan 450।...দেশের ডুয়েল পারপাস অ্যাডভেঞ্চার মোটরসাইকেল মার্কেটে গত মাসে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের Royal Enfield Himalayan 450। অরিজিনাল হিমালয়ানের তুলনায় অনেক উন্নত এই বাইকের দাম ২.৬৯ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এটি একাধিক আপডেট সহ এসেছে। প্রথমেই চোখে পড়বে নতুন এলইডি হেডলাইট, এলইডি টার্ন ইন্ডিকেটর, টু স্পটলাইট, ছোট এগজস্ট এবং কানেক্টিভিটি সহ নতুন ৪-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
Royal Enfield Himalayan 450-এর প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে KTM 390 Adventure এবং BMW G310 GS। এখন বিষয় হচ্ছে, যে সকল আগ্রহী ক্রেতা বাইকটি কেনার পরিকল্পনা করছেন, তাদের মনে নানান প্রশ্ন দেখা দিচ্ছে। কোন শহরে অন-রোড প্রাইস কত, তা অনেকেরই অজানা। তাই আপনাদের সুবিধার্ধে দেশের ১০টি বড় শহরে বাইকটির আসল মূল্যের খোঁজ রইল।
Royal Enfield Himalayan 450-এর দাম নিম্নরূপ :
দিল্লি : 3,13,533 টাকা
মুম্বাই : 3,24,313 টাকা
বেঙ্গালুরু : 3,46,444 টাকা
হায়দ্রাবাদ : 3,24,313 টাকা
চেন্নাই : 3,18,933 টাকা
আমেদাবাদ : 3,08,173 টাকা
নভি মুম্বাই : 3,24,208 টাকা
পুণে : 3,24,313 টাকা
চন্ডিগড় : 3,18,828 টাকা
কলকাতা : 3,18,933 টাকা
উপরের তালিকায় Royal Enfield Himalayan 450-এর দাম আমেদাবাদে সবচেয়ে কম দেখা গিয়েছে, এবং বেঙ্গালুরুতে সর্বাধিক। এটি যদিও ডিলারশিপ ও অন্যান্য চার্জের উপর নির্ভর করে। যার মধ্যে রয়েছে আরটিও চার্জ ও বীমা। প্রসঙ্গত, উন্নত পারফরম্যান্সের জন্য Himalayan 450-একটি 450cc লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা চালিত। যা থেকে সর্বোচ্চ 40 হর্সপাওয়ার ও 40 এনএম টর্ক পাওয়া যায়। ছয় গতির গিয়ার এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ সঙ্গে উপলব্ধ।
Royal Enfield Himalayan 450-এর উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে একটি বড় টিএফটি স্ক্রিন, যেখানে গুগল ম্যাপ নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা পাওয়া যায়। এছাড়াও, ফুল এলইডি লাইটিং, রাইড বাই ওয়্যার থ্রটেল এবং সুইচেবেল এবিএস ফিচার রয়েছে। হিমালয়ান 450 অরিজিনাল মডেলের থেকে অনেকটা হালকা এবং ওজন 196 কেজি।