Royal Enfield Himalayan 450: হান্টারের পর বাজারে রাজ করতে রেডি হিমালয়ান ৪৫০, দাম কেমন হবে?
রয়্যাল এনফিল্ড (Royal Enfield), ভারতের এই নামজাদা রেট্রো বাইক নির্মাণকারী সংস্থাটি বর্তমানে যে একাধিক নতুন মডেলের উপর...রয়্যাল এনফিল্ড (Royal Enfield), ভারতের এই নামজাদা রেট্রো বাইক নির্মাণকারী সংস্থাটি বর্তমানে যে একাধিক নতুন মডেলের উপর কাজ করছে তা আর গোপন নেই। ৪৫০-৬৫০ সিসির একাধিক বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। যার মধ্যে অন্যতম আলোচিত মডেল Himalayan 450। এবার লঞ্চের আগেই আরও একবার টেস্টিংয়ের সময় রাস্তার ধারে দেখা পাওয়া গেল অ্যাডভেঞ্চার বাইকটির। ক্যামোফ্লেজ দ্বারা আবৃত থাকা সত্বেও কিছু ফিচার প্রকাশ্যে এসেছে।
Royal Enfield Himalayan 450 কেমন হবে
হিমালয়ান ৪৫০-এর পাশাপাশি আরও একাধিক মোটরসাইকেল লঞ্চের জন্য কোমর বাঁধছে রয়্যাল এনফিল্ড। যার মধ্যে আছে – নতুন প্রজন্মের Bullet 350 এবং Classic 350-র সিঙ্গেল সিটের ববার ভার্সন। ডিজাইনের নিরিখে আসন্ন হিমালয়ান ৪৫০ মডেলে বর্তমান হিমালয়ান ৪১১-এর বেশ মিল খুঁজে পাওয়া যাবে । ভারতের বাজারে বাইকটির প্রতিপক্ষ মডেল হিসেবে রয়েছে KTM 390 Adventure, BMW G310 GS এবং আসন্ন Hero Xpulse 400।
Royal Enfield Himalayan 450 ফিচার্স
রয়্যাল এনফিল্ড ৪৫০ সিসি সেগমেন্টে প্রথম মডেল হিসেবে Himalayan 450 আনতে চলেছে। মনে করা হচ্ছে শীঘ্রই এর গণ উৎপাদনে হাত লাগাবে সংস্থা। ডিজাইন সম্পর্কে বিস্তর ধারণা না পাওয়া গেলেও, বাইকটিতে ট্রিপার নেভিগেশন সহ একটি গোলাকৃতি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের দেখা মিলেছে।
Royal Enfield Himalayan 450 ইঞ্জিন ও হার্ডওয়্যার
রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ চলতি বছরের দ্বিতীয়ার্ধে উন্মোচিত হতে পারে বলে মনে করা হচ্ছে। বাইকটির দাম ২.৬-২.৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। এটি কম ওজনের প্লাটফর্মের উপর ভিত্তি করে আসবে, যা হিমালয়ান ৪১১ এর চাইতে হালকা। বাইকটি একটি নতুন ৪৫০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। যা থেকে সর্বোচ্চ ৪০ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকতে পারে, ৬-স্পিড ট্রান্সমিশান এবং স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচ।
Himalayan 450-এর স্পাই ইমেজে দেখা গেছে এতে রয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক, অফসেট মোনোশক রিয়ার সাসপেনশন, স্পোক রিম সহ টিউবলেস টায়ার, এলইডি হেডল্যাম্প, টার্ন সিগনাল ও টেল ল্যাম্প, নতুন সুইচগিয়ার, নতুন সাম্প গার্ড এবং ব্রেক ফ্লুইড রিজার্ভার। এছাড়া আছে বৃহৎ ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট, অ্যাক্সেসরিজের জন্য ভিন্ন মাউন্টিং, একটি ফ্রন্ট বিক, ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম সহ ফ্রন্ট এবং রিয়ার ডিস্ক ব্রেক, আপরাইট হ্যান্ডেলবার সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।