Royal Enfield থেকে Yamaha, আপনার স্বপ্নপূরণে আসছে চোখধাঁধানো সব বাইক

ভারতের বাজারে মাঝারি ওজনের মোটরসাইকেলের জনপ্রিয়তা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। উক্ত সেগমেন্টে একাধিক মডেল লঞ্চ করে ক্রেতাদের...
SUMAN 22 Nov 2023 7:45 PM IST

ভারতের বাজারে মাঝারি ওজনের মোটরসাইকেলের জনপ্রিয়তা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। উক্ত সেগমেন্টে একাধিক মডেল লঞ্চ করে ক্রেতাদের সমর্থন পেয়েছে Royal Enfield, Bajaj/Triumph ও অন্যান্যরা। আগামীতেও আসতে চলেছে এমন বেশ কিছু দুর্ধর্ষ মোটরসাইকেল। যার মধ্যে লঞ্চের ইঁদুর দৌড়ে সবচেয়ে এগিয়ে Royal Enfield Himalayan 450, Yamaha R3 ও MT-03 এবং Aprillia RS 457। চলুন, আসন্ন এই চারটি মডেল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Royal Enfield Himalayan 450

আগামী ২৪ নভেম্বর অর্থাৎ শুক্রবার ভারতের অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের ক্রেতাদের সুখবর শুনিয়ে লঞ্চ হচ্ছে Royal Enfield Himalayan 450। এটি সংস্থার প্রথম ৪৫০ সিসি মডেল। যাতে রয়েছে একটি ৪৫২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, DOHC, লিকুইড কুল্ড ইঞ্জিন। যার আউটপুট ৪০.০২ পিএস এবং ৪০ এনএম। সাথে থাকছে ৬-গতির গিয়ার।

বাইকটিতে ফিচার হিসেবে দেওয়া হয়েছে টার্ন বাই টার্ন নেভিগেশন সহ একটি গোলাকৃতি টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল, একাধিক রাইড মোড, সুইচেবেল রিয়ার এবিএস, স্লিপ/অ্যাসিস্ট ক্লাচ, ইউএসডি ফ্রন্ট ফর্ক, মোনোশক রিয়ার সাসপেনশন, এলইডি লাইটিং, একটি ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম, চওড়া হ্যান্ডেলবার, স্প্লিট সিট, বৃহৎ ফুয়েল ট্যাঙ্ক, ইউএসবি চার্জিং পোর্ট, ২১ ইঞ্চি ফ্রন্ট ও ১৭ ইঞ্চি রিয়ার স্পোক হুইল ইত্যাদি।

Aprilia RS 457

এপ্রিলিয়া ইন্ডিয়া এদেশে তাদের মোটরসাইকেলের সমাহার বাড়াতে আগ্রহ দেখাচ্ছে। সামনের মাসে তাদের RS 457 বাইকটি বাজারে আসছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে বাইকটির দাম প্রকাশ করছে কোম্পানি। পিয়াজিয়ো-র বরামতির কারখানায় তৈরি হওয়া এই মেড-ইন-ইন্ডিয়া স্পোর্টস বাইকটির মডেলটির দাম ৪-৪.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। এর প্রতিপক্ষ হিসাবে বাজারে রয়েছে – Kawasaki Ninja 400, Yamaha R3 ও KTM RC 390। এর প্যারালাল টুইন ইঞ্জিন থেকে উৎপন্ন হবে ৪৭ পিএস শক্তি।

Yamaha R3 ও MT-03

১৫ ডিসেম্বর ভারতের বাজারে পা রাখতে চলেছে বহু প্রতীক্ষিত Yamaha R3 ও MT-03। বিদেশ থেকে আমদানি করে এদেশে বাইক দুটি বিক্রি করবে ইয়ামাহা। এগুলি একটি ৩২১ সিসি, প্যারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে। যা থেকে সর্বোচ্চ ৪২ পিএস শক্তি এবং ৩০ এনএম টর্ক পাওয়া যাবে। উল্লেখ্য, Yamaha R3 একটি ফুলফেয়ার্ড মডেল হলেও MT-03 আদতে একটি নেকেড স্ট্রিটফাইটার।

Show Full Article
Next Story