কেমন হবে রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450-র ইঞ্জিন, ফিচার্স, দাম কত রাখতে পারে সংস্থা, রইল খুঁটিনাটি

ভারতে ক্রেতাদের জন্য নতুন মোটরসাইকেল উজার করে দিতে প্রস্তুত রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। সেজন্য একের পর এক নতুন বাইক হাজির করার পথে অনড় তারা। কিছুদিন…

ভারতে ক্রেতাদের জন্য নতুন মোটরসাইকেল উজার করে দিতে প্রস্তুত রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। সেজন্য একের পর এক নতুন বাইক হাজির করার পথে অনড় তারা। কিছুদিন আগেই নতুন প্রজন্মের Bullet 350 বাজারে এসেছে। এবারে ৪৫০ সিসির Himalayan 452 আনার ক্ষেত্রে শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে তারা। অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে বাজারে লঞ্চ করা হতে পারে এটি। অ্যাডভেঞ্চার বাইকটির সম্পর্কিত বহু তথ্য ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কী কী অফার করবে এটি।

নতুন পাওয়ারট্রেন

Royal Enfield Himalayan 452-নামে আসতে চলা বাইকটির ফাঁস হওয়া নথি থেকে জানা গেছে, এতে থাকছে একটি ৪৫১.৬৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৩৯.৪৭ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। তবে টর্কের আউটপুট সম্পর্কে এখনও কিছু জানা যয়নি। অনুমান করা হচ্ছে, এর পরিমাণ ৪০-৪৫ এনএম হতে পারে। মোটরকে শক্তি প্রদানে সহায়তা করবে ৬-স্পিড গিয়ারবক্স।

দীর্ঘতর হুইলবেস

আসন্ন Royal Enfield Himalayan 452 ছুটবে ১,৫১০ মিমি হুইলবেসে। যা Himalayan 411-এর চাইতে ৪৫ মিমি বেশি। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ২,২৪৫ মিমি, ৮৫২ মিমি ও ১,৩১৬ মিমি (উইন্ডস্ক্রিন সমেত ১,৪১৫ মিমি)।

নতুন প্রযুক্তি

হিমালয়ান ৪৫২-কে ভারত এবং বিদেশের রাস্তায় একাধিকবার টেস্টিং চালাতে দেখা গিয়েছে। এতে ফিচার হিসেবে থাকছে ২১ ইঞ্চি ফ্রন্ট ও ১৭ ইঞ্চি রিয়ার হুইল, ডুয়েল চ্যানেল এবিএস সমেত দু’চাকায় ডুয়েল ডিস্ক, একটি নতুন সার্কুলার কালার টিএফটি ডিসপ্লে। অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের তালিকায় রয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক, একটি রিয়ার মোনোশক, অল এলইডি লাইটিং, ট্রাকশন কন্ট্রোল এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। এতে Ceat-এর ডুয়েল পারপাস টায়ার ব্যবহার করা হয়েছে। এছাড়া আসন্ন হিমালয়ান ৪৫২-এ রয়েছে রাউন্ড হেডলাইট, মেটাল ফ্রেম এবং ফুয়েল ট্যাঙ্ক। মোটরসাইকেলটি ট্রেলিস ফ্রেমে ভর করে আসবে। এতে উপলব্ধ থাকবে স্মার্টফোন কানেক্টিভিটি।

দাম ও প্রতিপক্ষ

Royal Enfield Himalayan 452 এর অ্যাক্সেসরিজ হিসাবে থাকছে ক্র্যাশ গার্ড, ফুটপেগ, সিট অপশন, হ্যান্ডেলবার, মিরর এবং লাগেজ সেট। সংস্থার পোর্টফোলিওতে এটি Classic 350 ও Interceptor 650-এর মাঝামাঝিতে অবস্থান করবে। KTM 390 Duke-এর প্রতিদ্বন্দ্বিতা করবে এটি। মূল্য ২.৫০ লক্ষ টাকা ধার্য করা হতে পারে বলেই অনুমান।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন