বাজার কাঁপিয়ে 7 নভেম্বর লঞ্চ হবে Himalayan 452, দাম কত রাখবে Royal Enfield?
লঞ্চের জন্য Royal Enfield Himalayan 452 দোরগোড়ায় হাজির হয়েছে। আগামী ৭ নভেম্বর ভারতের বাজারে পা রাখবে এই ডুয়েল পারপাস...লঞ্চের জন্য Royal Enfield Himalayan 452 দোরগোড়ায় হাজির হয়েছে। আগামী ৭ নভেম্বর ভারতের বাজারে পা রাখবে এই ডুয়েল পারপাস অ্যাডভেঞ্চার বাইকটি। ডিজাইন ও ফিচার সম্পর্কে ধারণা দিতে কোম্পানি আসন্ন মডেলটির একাধিক ছবি টিজ করেছে। আবার বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য সামনে এসেছে। সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত Himalayan 452-এর লেটেস্ট ভিডিওতে মডেলটিকে উমলিং লা পাসে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখা মিলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাইকটির দাম কত হবে? আজকের প্রতিবেদন সেটাই নিয়ে।
Royal Enfield Himalayan 452-এর সম্ভাব্য দাম
Royal Enfield Himalayan 452 বাজারে হাজির হওয়ার পর KTM 390 Adventure ও আসন্ন Hero Xpulse 400-এর প্রতিদ্বন্দ্বিতায় শামিল হবে। লঞ্চের দিন আনুষ্ঠানিকভাবে এর দাম ঘোষণা হবে ঠিকই, তবে তার আগে বিভিন্ন রিপোর্টের দাবি করা হয়েছে যে, এটি ২.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্যে হাজির হতে পারে।
পূর্বে ফাঁস হওয়া একটি হোমোলোগেশন নথি থেকে জানা গেছে, Royal Enfield Himalayan 452 একটি ৪৫১.৬৫ সিসি, লিকুইড কুল্ড, ৪-ভাল্ভ, DOHC ইঞ্জিন সমেত হাজির হবে। এটি থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪০ পিএস শক্তি এবং ৪০ থেকে ৪৫ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। সঙ্গে উপলব্ধ থাকবে ৬-গতির গিয়ার।
ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে ডুয়েল চ্যানেল এবিএস সমেত দু’চাকায় ডিস্ক ব্রেক দেওয়া থাকবে। সাসপেনশন সামলাবে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মোনোশক রিয়ার ইউনিট। বাইকটির দৈহিক ওজন প্রায় ২১০ কেজি। আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে ২,২৪৫ মিমি, ৮৫২ মিমি, ১,৩১৬ মিমি ও ১,৫১০ মিমি। Himalayan 411-এর তুলনায় নতুন মডেলটি ৫৫ মিমি লম্বা ও ১২ মিমি চওড়া। এটি নয়া ক্যামেট হোয়াইট পেইন্ট স্কিমের সাথে অফার করা হবে।
Royal Enfield Himalayan 452-এর ফিচারের প্রসঙ্গে বললে এতে থাকবে স্মার্টফোন কানেক্টিভিটি সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রাইড-বাই-ওয়্যার টেকনোলজি, গোলাকৃতি এলইডি হেড ল্যাম্প, ভিন্ন ধরনের বিক ফেন্ডার, বৃহৎ ফুয়েল ট্যাঙ্ক ও উইন্ডস্ক্রিন, স্প্লিট সিট, ২১ ইঞ্চি ফ্রন্ট ওয়্যার স্পোক হুইল এবং ১৭ ইঞ্চি রিয়ার হুইল।