নতুন বছরের শুরুতেই ঝটকা, বাইকের দাম 16,000 টাকা বাড়িয়ে দিল Royal Enfield

কথামতোই দাম বাড়লো নভেম্বরে লঞ্চ হওয়া Royal Enfield Himalayan 450-এর। গোয়াতে অনুষ্ঠিত মোটোভার্স ২০২৩ ইভেন্টের মাধ্যমে...
techgup 2 Jan 2024 9:11 PM IST

কথামতোই দাম বাড়লো নভেম্বরে লঞ্চ হওয়া Royal Enfield Himalayan 450-এর। গোয়াতে অনুষ্ঠিত মোটোভার্স ২০২৩ ইভেন্টের মাধ্যমে রয়্যাল এনফিল্ড তাদের নতুন প্রজন্মের হিমালয়ানের দাম ঘোষণা করে। প্রারম্ভিক মূল্য ৩১শে ডিসেম্বর, ২০২৩ পর্যন্তই উপলব্ধ ছিল বলে জানিয়েছিল তারা। সেই ঘোষণা মতোই নতুন বছরের শুরু থেকেই এই অ্যাডভেঞ্চার বাইক কিনতে অতিরিক্ত গ্যাটের কড়ি খরচ করতে হবে।

Royal Enfield Himalayan 450: বর্ধিত নতুন দাম

কালার কম্বিনেশন এবং বৈশিষ্ট্যগত কিছু পার্থক্যের উপর নির্ভর করে হিমালয়ান ৪৫০ মোট চারটি ভ্যারিয়েন্টে বিভক্ত। এর মধ্যে কাজা ব্রাউন রঙের ক্ষেত্রে ১৬,০০০ টাকা দাম বৃদ্ধি হয়েছে। স্লেট পপি ব্লু এবং স্লেট হিমালয়ান সল্ট (রেড) কালার দুটির ক্ষেত্রে ১৫,০০০ টাকা দাম বৃদ্ধি হয়েছে। আর হ্যানলে ব্ল্যাক এবং ক্যামেট হোয়াইট উভয় ক্ষেত্রেই পূর্বের তুলনায় ১৪,০০০ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের।

প্রাইস চেঞ্জ হওয়ার পর কাজা ব্রাউন রঙের বর্তমান মূল্য দাঁড়িয়েছে ২.৮৫ লক্ষ টাকা। অন্যদিকে স্লেট ব্লু ও রেড কিনতে বর্তমানে খরচ হবে ২.৮৯ লক্ষ টাকা। আর ক্যামেট হোয়াইটের নতুন মূল্য ২.৯৩ লক্ষ টাকা এবং টপ মডেল হানলে ব্ল্যাকের দাম ২.৯৮ লক্ষ টাকা। প্রসঙ্গত, প্রতিটি দাম এক্স-শোরুমের।

Royal Enfield Himalayan 450: ইঞ্জিন

এদেশে অ্যাডভেঞ্চার বাইকের জগতে পথপ্রদর্শকের ভূমিকায় দেখতে পাওয়া যায় এনফিল্ড হিমালয়ানকে। দীর্ঘ কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে এই বাইক। ২০২৩-এর একেবারে শেষ লগ্নে এর সম্পূর্ণ নয়া ভার্সন লঞ্চ করে রয়্যাল এনফিল্ড। নতুন কাঠামো এবং ইঞ্জিন ব্যবহৃত হয়েছে এতে। ৪৫২ সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত লিকুইড কুল্ড ইঞ্জিন ৮০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪০ বিএইচ পি এবং ৫,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ৪০ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচ।

নতুন হিমালয়ান তার পূর্বতন সংস্করণের তুলনায় ৫৫ মিমি লম্বা, ১২ মিমি চওড়া এবং ৫৪ মিমি কম উচ্চতার। হুইল বেসের দৈর্ঘ্য বেড়ে হয়েছে ১৫১০ মিমি। ফলে আগের তুলনায় রোড প্রেজেন্স অনেকটাই বেশি। নতুন ওজন সঠিকভাবে বজায় রাখতে এর ফুয়েল ট্যাংক খানিকটা নিচের দিকে লাগানো রয়েছে। উপরন্তু জলমগ্ন এলাকার মধ্যে দিয়ে স্বাচ্ছন্দে চলার উপযুক্ত করে তুলতে এয়ার বক্স উপরের দিকেই রয়েছে।

Show Full Article
Next Story