নতুন Pulsar, Royal Enfield-এর সবচেয়ে সস্তা মডেল, TVS-এর প্রথম ক্রুজার, বাজার কাঁপাতে আসছে এই ৫ বাইক
ভারতের দু’চাকার গাড়ির বাজার বিশ্বের অন্যতম বৃহত্তম । বর্তমানে এদেশে ৪৯.৭ শতাংশ মানুষের স্কুটার বা মোটরসাইকেল রয়েছে।...ভারতের দু’চাকার গাড়ির বাজার বিশ্বের অন্যতম বৃহত্তম । বর্তমানে এদেশে ৪৯.৭ শতাংশ মানুষের স্কুটার বা মোটরসাইকেল রয়েছে। স্কুটার একটি সীমাবদ্ধ অঞ্চলে চলাফেরার জন্য ব্যবহৃত হলেও, নিত্যদিন দূরদূরান্ত সফরের জন্য আদর্শ হল বাইক। এক্ষেত্রে ধীরে ধীরে হলেও অবিচলভাবে দেশের মোটরসাইকেলের বাজার হস্তগত করতে চলেছে ১৫০ সিসি বা তার বেশি ডিসপ্লেসমেন্টের বাইক। যাদের মধ্যে Royal Enfield, Bajaj, BMW, TVS ও আরও কয়েকটি সংস্থার বাইক রয়েছে। আবার খুব শীঘ্রই এই সংস্থাগুলি বাজারে নতুন মডেল হাজির করতে চলেছে। এই প্রতিবেদনে আসন্ন ৫টি সেরা মোটরবাইক সম্পর্কে আলোচনা করা হল।
BMW G 310 RR
TVS Apache RR 310-এর কপি বা রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসতে চলেছে BMW G 310 RR স্পোর্টস বাইক। এটি ১৫ জুলাই লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই বিএমডব্লিউ একটি টিজারে বাইকটির সামান্য ডিজাইন দেখিয়েছে। অনুমান, এটি একটি ৩১২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন সহ আসবে। যা থেকে সর্বোচ্চ ৩৪ পিএস শক্তি এবং ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে থাকবে একটি ৬-স্পিড গিয়ার বক্স।
Royal Enfield Hunter 350
বর্তমানে একাধিক মডেলের উপর রয়্যাল এনফিল্ড কাজ করছে। যার মধ্যে সবার প্রথমে লঞ্চ হবে Hunter 350। আগস্টের প্রথমে বাইকটির পর্দাফাঁস হবে৷ রয়্যাল এনফিল্ড-এর সবচেয়ে সস্তা মডেল হবে এটি৷ সংস্থার J প্ল্যাটফর্মের অর্ন্তভুক্ত এই রেট্রো বাইকে Meteor 350 ও Classic 350-র মতো
৩৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থাকবে। যার আউটপুট ২০.৪ পিএস এবং ২৭ এনএম। ফাঁস হওয়া ছবি বলছে, হান্টার গোল হেডল্যাম্প, টিয়ারড্রপ শেপের ফুয়েল ট্যাঙ্ক, সিঙ্গেল পিস সিট, ফ্রন্ট ফর্ক গেইটার , শক অ্যাবজর্ভার, এবং ভ্যারিয়েন্ট অনুযায়ী স্পোক ও অ্যালয় হুইলের সাথে আসবে।
2022 Kawasaki Versys 650
জুনের শেষ অথবা জুলাইয়ের শুরুতে লঞ্চ হতে পারে নতুন প্রজন্মের Kawasaki Versys 650। সম্প্রতি রাস্তায় চলাকালীন ফাঁস হয়েছে নয়া প্রজন্মের Versys 650-এর ছবি। আপডেটেড লুক ও ফিচার সহ হাজির হবে বাইকটি। নতুন ফিচারের মধ্যে থাকবে একটি টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল, দুটি রাইডিং মোড, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, প্রভৃতি। আগের মডেলের মতো ৬৪৯ সিসি ইঞ্জিন থাকবে এতে। যা থেকে ৬৬ বিএইচপি শক্তি এবং ৬১ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে ৬-স্পিড গিয়ার বক্স।
Bajaj Pulsar 250 Eclipse
সম্প্রতি Pulsar N250 Eclipse এডিশনের টিজার সামনে এনেছে। যা সংস্থার বরাবরের ঐতিহ্য মতো একটি কালো রঙের মডেল। সংস্থার Dominar-এর মতো এটিও এবারে ডার্ক এডিশনে আসছে। তবে কারিগরি দিক থেকে কোনো পরিবর্তন থাকছে না। আগের মতোই একটি ২৪৯.০৭ সিসি,এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ হাজির হবে। এর থেকে ২৪.৫ পিএস শক্তি এবং ২১.৩ এনএম টর্ক পাওয়া যাবে। ৫-স্পিড গিয়ার বক্স থাকছে।
TVS Ronin 225
আগামী ৬ জুলাই ভারতে নতুন মোটরসাইকেল লঞ্চ করবে টিভিএস (TVS)। সূত্রের খবর, সেদিন একটি ক্রুজার মোটরসাইকেলের আত্মপ্রকাশ ঘটবে। নাম হবে TVS Ronin 225। ২০১৮ সালে প্রদর্শিত TVS Zeppelin পাওয়ার ক্রুজারের প্রোডাকশন ভার্সন বলে মনে করা হচ্ছে। এতে ইংরেজি টি আকৃতির এলইডি ডিআরএল-সহ গোল হেডলাইট থাকবে। এটি ২২৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিনে দৌড়বে। যা ২০ বিএইচপি ক্ষমতা এবং ২০ এনএম টর্ক উৎপন্ন করবে। বাইকটিতে স্পিড ফুয়েল লেভেল, ইঞ্জিন টেম্পারেচার-সহ নানা তথ্য দেখার জন্য গোল কনসোল দেওয়া হতে পারে।