Bullet-এর চেয়েও দাম কম, ফাঁস হল Royal Enfield-এর সবচেয়ে সস্তা বাইকের দাম ও ছবি, লঞ্চ শীঘ্রই

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) প্রেমীদের জন্য ২০২২-এর বছরভর চলবে ‘পৌষমাস’। গত বছর সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল, চলতি...
SUMAN 13 Jun 2022 12:17 PM IST

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) প্রেমীদের জন্য ২০২২-এর বছরভর চলবে ‘পৌষমাস’। গত বছর সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল, চলতি বছরের প্রতি ত্রৈমাসিকে একটি করে নতুন মডেল লঞ্চ করবে তারা। সে কথা যে ব্যর্থ হবে না তার আভাস আগেই মিলেছে। মার্চে সংস্থাটি অন-রোড ও অফ-রোড উভয় বৈশিষ্ট্য যুক্ত Scram 411 লঞ্চ করেছিল। এর পরবর্তী ত্রৈমাসিকের শেষ অর্থাৎ জুনের শেষ অথবা জুলাইয়ে ফের নতুন Hunter 350 আনতে চলেছে চেন্নাইয়ের সংস্থাটি। ইতিমধ্যেই একাধিকবার ট্রায়াল চলাকালীন ফাঁস হয়েছে ছবি। এবারে ফাঁস হল Royal Enfield Hunter 350-র দাম ও ছবি।

Royal Enfield Hunter 350 ফিচার্স ও স্পেসিফিকেশন

দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে Hunter 350। বেস ভ্যারিয়েন্টের সামনের চাকায় থাকতে পারে একটি ডিস্ক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক। তবে টপ-এন্ড ভ্যারিয়েন্টের দু’চাকাতেই ডিস্ক ব্রেকের দেখা মিলবে। প্রথমটিতে একটি সিঙ্গেল চ্যানেল এবিএস যেখানে দামি মডেলে ডুয়েল চ্যানেল এবিএস থাকছে। আবার দুটি ভ্যারিয়েন্টের ফ্রন্ট ডিস্কের মাপ ৩০০ মিমি। বেস মডেলের পেছনের চাকায় ১৫৩ মিমি ড্রাম ব্রেক এবং টপ মডেলে ২৭০ মিমি ডিস্ক ব্রেক বর্তমান।

রিপোর্টে দাবি করা হয়েছে, ভ্যারিয়েন্ট অনুযায়ী একাধিক রঙের বিকল্পে হাজির হতে পারে Hunter 350। আবার নতুন ‘J’ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বাইকটি। নতুন Meteor 350 ও Classic 350 এই একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে বলে জানা গেছে। ৪১ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার ট্যুইন শক অ্যাবসর্বার সহ আসবে।

Hunter 350 একটি ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিনে দৌড়বে। যা থেকে ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। ইন্ডিয়ার সাথে সংযুক্ত একটি ৫-স্পিড গিয়ার বক্স। ফিচারগুলির তালিকায় থাকতে পারে ট্রিপার নেভিগেশন সহ একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। যা অতিরিক্ত অর্থের বিনিময়ে বিকল্প হিসেবে বেছে নেওয়া যাবে।

Royal Enfield Hunter 350 ডিজাইন ও আনুমানিক মূল্য

Hunter 350-এও শোভিত হয়েছে রেট্রো স্টাইলিং সরঞ্জাম সহ একটি মডার্ন ক্লাসিক ডিজাইন। এতে গোলাকৃতি হেডল্যাম্প, একটি টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, গোলাকৃতি এলইডি টেললাইট, স্প্লিট পিলিয়ন গ্র্যাবরেল, একটি ছোট সাইড স্লাঙ্গ এগজস্ট থাকবে। অনুমান, Royal Enfield Hunter 350-র মূল্য বর্তমানে বাজার চলতি সংস্থার সবচেয়ে সস্তার বাইক Bullet 350-র চাইতেও কম হবে। যে কারণে রয়্যাল এনফিল্ডের সর্বাধিক সাশ্রয়ী বাইকের জায়গা করে নিতে পারে Hunter 350। এর দাম ১.৩০ লাখ থেকে ১.৪০ লাখ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Show Full Article
Next Story