Royal Enfield Hunter-কে টেক্কা দিতে নতুন অবতারে হাজির Jawa 42, কী কী আছে এই বাইকে

মাহিন্দ্রা (Mahindra)-র অধীনস্থ ক্লাসিক লেজেন্ডস (Classic Legends) সম্প্রতি জাওয়া (Jawa) ব্র্যান্ডের সমস্ত মোটরসাইকেলে...
SUMAN 6 May 2023 1:01 PM IST

মাহিন্দ্রা (Mahindra)-র অধীনস্থ ক্লাসিক লেজেন্ডস (Classic Legends) সম্প্রতি জাওয়া (Jawa) ব্র্যান্ডের সমস্ত মোটরসাইকেলে নতুন আপডেটের সঙ্গে লঞ্চের ঘোষণা করেছে। নয়া নির্গমন বিধি সহ উন্নত প্রযুক্তি যুক্ত হয়েছে তাতে। নতুন মোটরসাইকেলগুলির মধ্যে অন্যতম Jawa 42, যা এখন তিনটি রঙের বিকল্প উপলব্ধ। রেট্রো বাইকটির প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে Royal Enfield Hunter 350।

Jawa 42 : দাম

Jawa 42 বাইকটি ওরিয়ন রেড অথবা সাইরাস হোয়াইট কালারে বেছে নেওয়া যাবে। এর দাম ১.৯৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। আরও আকর্ষণীয় রঙ চাইলে বেছে নেওয়া যাবে অলস্টার ব্ল্যাক। তবে এই মডেলটির দাম সামান্য বেশি, যা ১.৯৭ টাকা (এক্স-শোরুম)।

Jawa 42 : ডিজাইন

জাওয়া ৪২-এর ডিজাইনে কোনো পরিবর্তন নজরে পড়েনি। আগের মতোই একটি ব্ল্যাকড-আউট, রেট্রো স্টাইলিংয়ে অফার করা হচ্ছে এটি। আপডেটেড মডেলটি বৃহত্তর থ্রটল বডি, এগজস্ট পোর্ট, রিম্যাপ অয়েলিং এবং কম এনভিএইচ লেভেল সহ এসেছে। ইঞ্জিনে এই পরিবর্তনগুলির কারণে আউটপুটে সামান্য ফারাক আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। আগের মডেলটি থেকে ২৬.৯৫ বিএইচপি এবং ২৬.৮ এনএম টর্ক উৎপন্ন হতো।

Jawa 42 : ফিচার্স ও হার্ডওয়্যার

মোটরসাইকেলটি স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচ সহ এসেছে এবং ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে সামান্য পরিবর্তন করা হয়েছে। নতুনভাবে যোগ হয়েছে হ্যাজার্ড লাইট এবং নতুন ডিজাইনের মাফলার। উপরিউক্ত পরিবর্তনগুলি ছাড়া Jawa 42-এর ব্রেকিং বা সাসপেনশনে কোন বদল ঘটানো হয়নি। এছাড়া আগের মতই ১৩.২ লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং ১৮২ কেজি ওজন সমেত এসেছে বাইকটি।

Show Full Article
Next Story