Honda আজ 350 সিসির নতুন মোটরসাইকেল লঞ্চ করবে, Royal Enfield Hunter-কে টেক্কা দেওয়াই লক্ষ্য?

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ ভারতে Honda তাদের নতুন মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। যেহেতু গতকাল Royal Enfield Hunter 350...
techgup 8 Aug 2022 11:38 AM IST

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ ভারতে Honda তাদের নতুন মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। যেহেতু গতকাল Royal Enfield Hunter 350 আত্মপ্রকাশ করেছে। তাই অনুমান করা হচ্ছে যে, রোডস্টার বাইকটিকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলতে ৩৫০ সিসির এক নতুন মোটরসাইকেল নিয়ে আসবে হোন্ডা। যদিও এ নিয়ে মুখে কুলুপ এটেছে সংস্থাটি।

ইতিমধ্যেই একাধিক টিজার ভিডিয়ো প্রকাশ হলেও, হোন্ডা তাদের আপকামিং মডেলের নাম একবারের জন্যও উচ্চারণ করেনি। তবে ধারণা, সেটি CB350 প্ল্যাটফর্মের অধীনে আসবে। অতীতে এই সিরিজে দু'টি মোটরসাইকেল লঞ্চ হয়েছে। সেগুলির মতো আসন্ন বাইকে ৩৪৯ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন থাকবে বলে আশা করা হচ্ছে।

হোন্ডার নতুন মোটরসাইকেল ৫,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ২১.০৭ পিএস পাওয়ার এবং ৩,০০০ আরপিএমে ৩০ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে বলে ধরে নেওয়া যায়। আপকামিং মডেলটির নাম হতে পারে Honda CB350F। এটি দুই ভ্যারিয়েন্টে আসার সম্ভাবনা। একটিতে দুই চাকায় ডিস্ক ব্রেক থাকবে এবং অপরটিতে শুধু সামনের চাকায়। আবার স্টাইলিংয়ে অদলবদল চোখে পড়তে পারে।

Hond CB350RS এবং CB359 H'Ness এর তুলনায় আরও সস্তায় লঞ্চ হবে বাইকটি। সম্ভাব্য Honda CB350F এর এক্স-শোরুম মূল্য ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। যাই হোক, আর কয়েক ঘন্টার মধ্যেই হোন্ডার নতুন মডেলের নাম, স্পেসিফিকেশন, ফিচার, ও দামের বিষয়ে নিশ্চিত তথ্য সামনে আসবে‌।

Show Full Article
Next Story