Royal Enfield Hunter 350: গোটা দেশ লঞ্চের অপেক্ষায়, ভাইরাল রয়্যাল এনফিল্ডের সবচেয়ে সস্তা বাইকের ছবি
নতুন Royal Enfield Hunter 350 লঞ্চের দরজায় কড়া নাড়ছে। বর্তমানে প্রত্যহ সংবাদের শিরোনামে থাকা রোডস্টার বাইকটিকে নিয়ে...নতুন Royal Enfield Hunter 350 লঞ্চের দরজায় কড়া নাড়ছে। বর্তমানে প্রত্যহ সংবাদের শিরোনামে থাকা রোডস্টার বাইকটিকে নিয়ে জল্পনার অন্ত নেই। এক শ্রেণীর গ্রাহক এর লঞ্চের জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন। সংস্থার সবচেয়ে কম দামি বাইককে একটিবার চাক্ষুষ করার জন্য যেন আর তর সইছে না। দামের দিক থেকে Hunter 350 নাকি সংস্থার প্রাচীনতম সদস্য Bullet 350-কেও হার মানাবে। তা বলে স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্যে যে কোনো খামতি থাকছে, তেমনটিও নয়। ভারতে লঞ্চের জন্য এক পা এগিয়ে রাখা বাইকটির এবার দেখা মিলল নেটমাধ্যমে। ছবিতে রয়্যাল এনফিল্ডের হরেক রকমের শত শত বাইকের মাঝে Hunter 350-র দুটি মডেলকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনুমান করা হচ্ছে এটি কোনো ডিলারশিপ অথবা উৎপাদন কেন্দ্রের ছবি।
এন্ট্রি-লেভেল Royal Enfield Hunter 350 তার একাধিক অগ্রজদের চাইতে ওজনে কম হবে বলেই খবর। লাইনআপের অন্য মডেলগুলির চাইতে প্রায় ১৫-২০ কেজি ওজন কম হতে পারে। যা ক্রেতাদের মন আনন্দে পরিপূর্ণ করার মতোই একটি বিষয়। অনলাইনে Hunter 350-র ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে একটি স্লিম ফুয়েল ট্যাঙ্ক, একটি দীর্ঘ হ্যান্ডেলবার, রেগুলার মিরর, ছোট ও মোটা এগজস্ট, দু’চাকায় ডিস্ক ব্রেক, অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, টুইন রিয়ার শক অ্যাবজর্ভার, বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, অফসেট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি গোলাকৃতি হেডল্যাম্প সহ আরও টুকিটাকি বৈশিষ্ট্য।
যতদুর সম্ভব Royal Enfield Hunter 350-এর ব্রেক লিভার Himalayan, যেখানে টার্ন ইন্ডিকেটর, সুইচ গিয়ার এবং টেলল্যাম্পটি Meteor 350-র থেকে ধার করা হয়েছে। আবার Meteor-এর মতো Hunter 350-ও ‘J’ সিরিজের ইঞ্জিন সমেত আসছে। এর ৩৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন থেকে ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। সাথে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। Yezdi Scrambler, TVS Ronin এবং Honda CB 350 RS-কে চ্যালেঞ্জ জানাতে হাজির হচ্ছে Hunter 350। এর দাম ১.৪ লাখের কম রাখা হবে বলেই অনুমান। লঞ্চ আগস্টের প্রথম সপ্তাহেই।
অন্যদিকে সংস্থার মান্যতাপ্রাপ্ত ফাঁস হওয়া নথিতে উল্লেখ রয়েছে Hunter 350 দৈর্ঘ্যে ২,০৫৫ মিমি, প্রস্থে ৮০০ মিমি এবং উচ্চতায় ১,০৫৫ মিমি হবে। ১,৩৭০ মিমি হুইলবেসের বাইকটি একটি একঢালাও সিট সহ আসবে। সাবেকি ও আধুনিকতার সমন্বয়ে তৈরি বাইকটির সিটের পেছনের অংশটি সামান্য উঁচু থাকায় তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবে বলেই ধারনা। প্রসঙ্গত, Hunter 350-এর পরবর্তী মডেল হিসেবে লঞ্চের তালিকায় অপেক্ষারত একটি ৬৫০ সিসির ক্রুজার বাইক রয়েছে। যাতে 650 Twins-এর ইঞ্জিন ব্যবহার করা হবে। আবার চিরকালের আবেগের বাইক Bullet 350 মডেলকে নতুন অবতারে বাজারে আনার জন্য তোড়জোড় শুরু করেছে Royal Enfield।