রাস্তায় বেরোলে সবাই তাকাবে, Royal Enfield-র সেরা বিকল্প এই 4 মোটরসাইকেল

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সম্প্রতি ভারতে তাদের Interceptor 650 নয়া ভার্সনে লঞ্চ করেছে। রেট্রো-স্টাইলে ঠাসা মোটরসাইকেলটির বর্তমান বাজারমূল্য ৩.০৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি দুটি নতুন…

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সম্প্রতি ভারতে তাদের Interceptor 650 নয়া ভার্সনে লঞ্চ করেছে। রেট্রো-স্টাইলে ঠাসা মোটরসাইকেলটির বর্তমান বাজারমূল্য ৩.০৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি দুটি নতুন পেইন্ট স্কিম এবং ব্ল্যাক-আউট হুইল সহ বেছে নেওয়া যায়। এখন বিষয় হচ্ছে, যদি রেট্রো স্টাইলের বাইকের প্রতি আপনার তেমন একটা অনুরাগ না থেকে থাকে, সেক্ষেত্রে এই প্রতিবেদনে ৩ লাখের কমে সেরা চারটি বিকল্প দেখে নিতে পারেন।

Royal Enfield Interceptor 650 : স্পেসিফিকেশন ও দাম

প্রথমেই আমরা রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০ সম্পর্কে কিছু তথ্য দেখে নেব। ভ্যারিয়েন্ট অনুযায়ী মোটরসাইকেলটি কিনতে ৩.০৩ লক্ষ থেকে ৩.৩১ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ পড়ে। এতে রয়েছে টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, গোলাকৃতি এলইডি হেডলাইট, ডুয়েল আপসোয়েপ্ট এগজস্ট এবং একটি সিঙ্গেল পিস সিট। রাইটারের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল এবিএস, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার শক অ্যাবসর্বার। এতে উপস্থিত একটি ৬৪৮ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন থেকে ৪৭ এইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়।

Bajaj Dominar 400 (দাম ২.২৯ লক্ষ টাকা)

দু’চাকায় ভর করে দূরপাল্লার ভ্রমণের শখ থাকলে Bajaj Dominar 400 সেরা পছন্দ হয়ে উঠতে পারে। এক্ষেত্রে এটি Interceptor 650-কেও টক্কর দিতে সক্ষম। Dominar 400-তে উপস্থিত স্লোপিং ফুয়েল ট্যাঙ্ক, নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সেকেন্ডারি ট্যাঙ্ক মাউন্টেড ডিসপ্লে এবং ১৭-ইঞ্চি অ্যালয় হুইল। রাইডারের সুরক্ষা নিশ্চিত করতে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল এবিএস, ইনভার্টেড ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনোশক ইউনিট। এগিয়ে চলার শক্তি যোগাতে এতে উপস্থিত একটি ৩৭৩.৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যার আউটপুট ৩৯.৪ এইচপি এবং ৩৫ এনএম।

Triumph Speed 400 (দাম ২.৩৩ লক্ষ টাকা)

Interceptor 650-এর মতো Triumph Speed 400-ও একটি রোডস্টার বাইক। কিন্তু এতে আরও বেশি আধুনিক বৈশিষ্ট্য বর্তমান। এতে ১৩ লিটার ফুয়েল ট্যাঙ্ক, একটি সিঙ্গেল পিস রিবড প্যাটার্ন সিট, ১৭ ইঞ্চি কাস্ট অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল আছে। সেফটি ফিচার হিসেবে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল এবিএস, সুইচেবেল ট্রাকশন কন্ট্রোল এবং রাইড-বাই-ওয়্যার থ্রটেল। ৩৯৮ সিসি লিকুইড কুল্ড, DOHC সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ৩৯.৪ এইচপি শক্তি এবং ৩৭.৫ এনএম টর্ক পাওয়া যায়।

TVS Apache RR 310 (দাম ২.৭২ লক্ষ টাকা)

যদি দ্রুতগতির সুপার স্পোর্ট মোটরসাইকেল পছন্দ করে থাকেন, তবে Interceptor 650-এর চাইতেও অধিক কার্যকর বাইক হল TVS Apache RR 310। এটি ট্রেলিস ফ্রেম, ডুয়েল প্রোজেক্টর এলইডি হেডল্যাম্প, ব্লুটুথ চালিত ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং রেড কালার ১৭ ইঞ্চি অ্যালয় হুইল সহ এসেছে। এছাড়া সুরক্ষার জন্য রয়েছে ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল এবিএস, হরেক রাইডিং মোড, ইনভার্টেড ফ্রন্ট ফর্ক, এবং রিয়ার মোনোশক ইউনিট। বাইকটির ৩১৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনের ক্ষমতা ৩৪ এইচপি এবং ২৭ এনএম।

KTM 390 Duke (দাম ২.৯৭ লক্ষ টাকা)

যদি আগ্রাসী বৈশিষ্ট্যের বাইক ভালো লেগে থাকে সেক্ষেত্রে সেরা পছন্দের জায়গা করে নিতে পারে KTM 390 Duke। যেদিক থেকে এটি Interceptor 650-কেও হার মানায়। এতে রয়েছে অ্যাঙ্গুলার এলইডি হেডলাইট, স্প্লিট স্টাইল সিট, এবং একটি ফুল কালার টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সুরক্ষা হিসেবে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক, কর্নারিং ডুয়েল চ্যানেল এবিএস, সুইচেবল ট্রাকশন কন্ট্রোল এবং রাইড-বাই-ওয়্যার থ্রটেল। এর ৩৭৩ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ৪৩ এইচপি শক্তি এবং ৩৭ এনএম টর্ক উৎপন্ন হয়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন