Bajaj-Triumph Speed 400 নাকি Royal Enfield Interceptor 650? কোন বাইকের পাওয়ার বেশি
ট্রায়াম্ফ (Triumph) ৫ জুলাই ভারতের বাজারে তাদের একজোড়া মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। বাজাজ (Bajaj)-এর সাথে যৌথভাবে তৈরি...ট্রায়াম্ফ (Triumph) ৫ জুলাই ভারতের বাজারে তাদের একজোড়া মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। বাজাজ (Bajaj)-এর সাথে যৌথভাবে তৈরি মডেল দুটি হল – Speed 400 ও Scrambler 400X। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে বাইক দুটি উন্মোচিত করা হয়েছে। এদিকে Speed 400-এর অন্যতম প্রতিপক্ষ হিসাবে ভারতের বাজারে রয়েছে – Royal Enfield Interceptor 650। এই প্রতিবেদনে মোটরসাইকেল দুটির স্পেসিফিকেশনের তুলনা রইল।
Triumph Speed 400 vs Royal Enfield Interceptor 650 : ইঞ্জিন ও গিয়ারবক্স
Royal Enfield Interceptor 650-তে উপস্থিত ২৭০ ডিগ্রি ক্র্যাঙ্ক সমেত একটি ৬৪৮ সিসি, এয়ার-অয়েল কুল্ড, প্যারারাল টুইন ইঞ্জিন। যা থেকে ৭,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫,১৫০ আরপিএম গতিতে ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।
অন্যদিকে Triumph Speed 400-এ দেওয়া হয়েছে একটি ৪০০ সিসি, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, DOHC ইঞ্জিন। এটি থেকে ৩৯.৪৫ বিএইচপি শক্তি ও ৩৭.৫ এনএম টর্ক পাওয়া যাবে। স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ যুক্ত ইঞ্জিনের সাথে আছে একটি ৬-স্পিড গিয়ারবক্স।
Triumph Speed 400 vs Royal Enfield Interceptor 650 : হার্ডওয়্যার
Interceptor 650 একটি স্টিল টিউবুলার ডবল ক্র্যাডেল চ্যাসিসের ওপর ভর করে আসছে। যার ডিজাইন করেছে হ্যারিস পারফরম্যান্স। এতে উপস্থিত ৪১ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল সহ টুইন গ্যাস শক রিয়ার অ্যাবসর্বার। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সামনে ও পেছনে যথাক্রমে ৩২০ কিমি ও ২৪০ মিমি ডিস্ক ব্রেক উপস্থিত। Interceptor 650-এ ডুয়েল চ্যানেল এবিএস অফার করা হয়েছে।
অন্যদিকে Triumph Speed 400-তে বোল্ট-অন-সাব ফ্রেমের উপর একটি নতুন পেরিমিটার ফ্রেম ব্যবহার করা হয়েছে। সাসপেনশনের জন্য আছে ৪৩ মিমি আপসাইড ডাউন বিগ পিস্টন ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল গ্যাস চার্জড রিয়ার মোনোশক। ব্রেকিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সামনে ৩০০ মিমি এবং পেছনে ২৩০ মিমি ডিস্ক ব্রেক। এতেও ডুয়েল চ্যানেল এবিএস বর্তমান।
Triumph Speed 400 vs Royal Enfield Interceptor 650 : ফিচার্স
ফিচারের প্রসঙ্গে বললে, Triumph Speed 400-তে রয়েছে অল এলইডি লাইটিং। যেখানে Interceptor 650-এ আছে একটি এলইডি হেডল্যাম্প। ট্রায়াম্ফের মডেলটি অ্যানালগ স্পিডোমিটার এবং একটি ডিজিটাল ক্লাস্টার সমেত হাজির হয়েছে। যেখানে Interceptor 650-এ উপস্থিত ছোট ডিজিটাল রিডআউট সহ অ্যানালগ ডায়াল, যেখানে ফুয়েল গজ এবং ট্রিপ মিটারের তথ্য ভেসে উঠবে।