জনপ্রিয়তার সুযোগে দাম বাড়ল Royal Enfied এর এই বাইকের, এখন কত খরচ হবে কিনতে?

Royal Enfield Meteor 350 এখন দেশের অন্যতম জনপ্রিয় ক্রুজারে পরিণত হয়েছে। সংস্থার নতুন J প্ল্যাটফর্মের এই প্রথম মডেল যে...
SUMAN 21 July 2022 8:29 PM IST

Royal Enfield Meteor 350 এখন দেশের অন্যতম জনপ্রিয় ক্রুজারে পরিণত হয়েছে। সংস্থার নতুন J প্ল্যাটফর্মের এই প্রথম মডেল যে হিট, তা বিক্রির পরিসংখ্যানেই স্পষ্ট। আরও আকর্ষণীয় করতে গত এপ্রিলে বাইকটিতে তিনটি কালার অপশন যুক্ত করা হয়েছে‌। কিন্তু সেগুলি কিনতে এবার পকেটে টান ধরবে ক্রেতাদের। কারণ জনপ্রিয়তার সুযোগে Meteor 350 এর দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে রয়্যাল এনফিল্ড। এখন ভ্যারিয়েন্ট অনুযায়ী ৫,০০০ টাকা পর্যন্ত দামী হল এটি।

উল্লেখ্য, এপ্রিলে নতুন অবতারে Royal Enfield Meteor 350 যে দামে লঞ্চ হয়েছিল, তার ঠিক এক মাস পর অর্থাৎ মে’তে এর মূল্য কমানোর পথে হাঁটে এর নির্মাতা সংস্থা। যার মুখ্য কারণ আন্তর্জাতিক বাজারে সেমিকন্ডাক্টর চিপের আকাল চলায় মডেলটি থেকে ট্রিপার নেভিগেশন পড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় রয়্যাল এনফিল্ড। সে কারণে দামেও পতন ঘটানো হয়। কিন্তু জুলাই মাসের মূল্য বৃদ্ধির ফলে তা এপ্রিল মাসের দামেই পৌঁছেছে।

ফায়ারবল রেড/ইয়েলো/ব্লু/ম্যাট গ্রীন ভ্যারিয়েন্টে দাম ৩,৫৯১ টাকা বৃদ্ধি পেয়ে ২,০১,২৫৩ টাকা বর্তমানে ২,০৫,৮৪৪ টাকা হয়েছে। আবার স্টিলার ব্লু/রেড/ব্ল্যাক ভ্যারিয়েশনের মূল্য ৪,৫৮১ টাকা বেড়ে হয়েছে ২,১১,৯২৪ টাকা। স্টিলের পিওর ব্ল্যাক কাস্টম মডেলের দাম বর্তমানে ২,১১,৯২৪ টাকা। এই মডেলটির দর সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে, যা ২,৭৫৪ টাকা। অন্যদিকে সুপারনোভা ব্রাউন/ব্লু রেড ভ্যারিয়েশন আগে ২,১৭,৯২৪ টাকায় বিক্রি হতো। ৪,৫৯২ টাকা বাড়ার ফলে বর্তমানে এর দাম ২,২২,০৬১ টাকা।

প্রসঙ্গত, ২০২০ সালের শেষান্তে Royal Enfield Meteor 350 বাজারে এসেছিল। এতে নিচু সিট, উঁচু হ্যান্ডেলবার, এবং সামনের দিকে এগোনো ফুটপেগের দেখা মেলে। যে কারণে বাইকটিতে আপরাইড সিটিং পজিশনের সাথে আরামদায়ক রাইড উপভোগ করেন চালক। অন্যান্য ফিচারের মধ্যে এতে উপস্থিত একটি অ্যানালগ স্পিডোমিটার, যেখানে কিলোমিটার প্রতি ঘন্টা ও মাইল প্রতি ঘন্টায় গতিবেগ দেখা যায় এবং একটি ডিজি-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে সার্ভিস রিমাইন্ডার, ফুয়েল লিভার বার, একটি ঘড়ি, গিয়ার ইন্ডিকেশন এবং ইকো ইন্ডিকেটর দেখা যায়।

Show Full Article
Next Story