ভারতের বাইরে বাইকের চাহিদা সামাল দিতে প্রতিবেশী দেশে কারখানা খুলল Royal Enfield

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) নেপালে তাদের নতুন ‘কমপ্লিটলি নক্ড ডাউন’ বা সিকেডি অ্যাসেম্বলি প্ল্যান্ট উদ্বোধনের কথা...
SUMAN 7 Jun 2023 6:37 PM IST

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) নেপালে তাদের নতুন ‘কমপ্লিটলি নক্ড ডাউন’ বা সিকেডি অ্যাসেম্বলি প্ল্যান্ট উদ্বোধনের কথা ঘোষণা করল। প্রশ্ন উঠতে পারে ‘কমপ্লিটলি নক্ড ডাউন’ প্ল্যান্ট আসলে কী? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এটি হল যন্ত্রাংশ জুড়ে মোটরসাইকেল তৈরির কারখানা। ভারতের বাইরে এই নিয়ে পঞ্চম সিকেডি অ্যাসেম্বলি ইউনিট খুলল Classic 350-এর নির্মাতা। নতুন কারখানাটি নেপালের ত্রিবেনী গোষ্ঠী (Triveni Group)-এর সাথে যৌথভাবে খুলেছে তারা। এটি নেপালের বিরগুঞ্জে অবস্থিত।

Royal Enfield তাদের পঞ্চম CKD ইউনিট খুলল

রয়্যাল এনফিল্ডের বাকি সিকেডি প্ল্যান্টগুলি ব্রাজিল, থাইল্যান্ড, কলম্বিয়া এবং আর্জেন্টিনায় গড়ে তোলা হয়েছে। নেপালের নতুন কারখানাতে প্রথমে Classic 350 ও Scram 411-এর অ্যাসেম্বলি করা হবে বলে জানিয়েছে সংস্থা। উভয় মডেলই ভারতের তামিলনাড়ুর কারখানাতে তৈরি হয়। যা কিট হিসেবে প্রতিবেশী দেশে রপ্তানি করে তারা।

নেপালের সিকেডি প্ল্যান্টটি ১ লাখ বর্গফুট অঞ্চল জুড়ে অবস্থিত। যার বার্ষিক ইনস্টলেশনের ক্ষমতা ২০,০০০ ইউনিট। আসলে সে দেশের বাজারে টু-হুইলারের চাহিদা বৃদ্ধির সম্ভাবনা আঁচ করেই নতুন কারখানা খুলেছে রয়্যাল এনফিল্ড। এই প্রসঙ্গে সংস্থার সিইও বি গোবিন্দরাজন বলেন, “সমগ্র বিশ্বে মাঝারি ওজনের মোটরসাইকেল সেগমেন্টের সম্প্রসারণ ঘটাতে আমাদের এই প্রচেষ্টা। আমরা আন্তর্জাতিক বাজারে ব্যাপক সাফল্যের মুখ দেখেছি।” তিনি যোগ করেন, নেপালে মাঝারি ওজনের মোটরসাইকেলের বিস্তার আরও অসংখ্য ক্রেতাকে আকৃষ্ট করবে।

প্রসঙ্গত, প্রাক মহামারীর সময়ে নেপালে ১৭ লক্ষ ইউনিট মোটরসাইকেল বিক্রি হতো। যার মধ্যে ১৫০ সিসি মডেলের অংশিদারীত্ব ছিল ৬০ শতাংশ। রয়্যাল এনফিল্ডের বিশ্বাস ১৫০ সিসির‌ বেশি ইঞ্জিনের বাইকের চাহিদা দ্রুত বৃদ্ধি পাবে। যার শতকরা হার হবে ১০-১৫%। সংস্থাটি জানিয়েছে, তাঁদের বাইকগুলির দৃঢ় প্রকৃতি নেপালের এবড়ো-খেবড়ো রাস্তার জন্য উপযুক্ত।

Show Full Article
Next Story