Royal Enfield: বাইকপ্রেমীদের জন্য সুখবর শোনাল রয়্যাল এনফিল্ড, আসছে বড় চমক
ভারতের জনপ্রিয় রেট্রো মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তুরস্কের বাজারে বাইক বিক্রির ঘোষণা...ভারতের জনপ্রিয় রেট্রো মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তুরস্কের বাজারে বাইক বিক্রির ঘোষণা করল। সে দেশে কে-রাইডস মোটোসিকলেট নামে এক সংস্থার সাথে হাত মিলিয়ে যৌথভাবে ব্যবসা করবে তারা। এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটার পার্টনার হিসেবে এনফিল্ডের সেলস ও সার্ভিসের দায়িত্ব সামলাবে কিবার হোল্ডিংয়ের অধীনস্থ ওই সংস্থা।
Royal Enfield তুরস্কে মোটরসাইকেল বিক্রি করবে
তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুলে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের পরিকল্পনা করছে রয়্যাল এনফিল্ড। সব ঠিকঠাক চললে বসন্তের মধ্যেই এই কাজ সম্পন্ন করবে তারা। তুরস্কে মোটরসাইকেলের চাহিদা বাড়তে দেখেই ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্র্যান্ডটি। সেখানকার বাজারে তারা একগুচ্ছ মোটরবাইক বিক্রি করবে বলে জানা গেছে। যার মধ্যে রয়েছে – Bullet, Classic, Hunter, Meteor, Super Meteor, Interceptor, Continental GT, নতুন Himalayan ও Shotgun। এগুলির প্রতিটিই ৩৫০ থেকে ৬৫০ সিসির।
এই প্রসঙ্গে রয়াল এনফিল্ড এর মুখ্য বাণিজ্যিক আধিকারিক গুলেরিয়া জানান, তুরস্কের বাজারের খুঁটিনাটি কে-রাইডস -এর নখদর্পণে। তাঁর কথায়, এর ফলে ভবিষ্যতে সে দেশের অটোমোবাইল সেক্টরে ভালোভাবে পাড়ি জমানো যাবে। অন্যদিকে, কিবার হোল্ডিং-এর মুখ্য কর্পোরেট ডেভেলপমেন্ট অফিসার গোখান লোকমানোগ্লু, তুরস্কের বাজারে মোটরসাইকেলের ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, রয়্যাল এনফিল্ডের সাথে জোটের ফলে বাইকপ্রেমীদের চাহিদা পূরণ করা যাবে। কে-রাইডস সে দেশে রিটেলের ব্যাপক ইকো সিস্টেম তৈরি করবে। এছাড়া আফটারমার্কেট সার্ভিস, রাইড এবং বিভিন্ন কমিউনিটি ইভেন্টের আয়োজন করবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কিবার হোল্ডিং বর্তমানে মেটাল, মোবিলিটি, বিল্ডিং মেটেরিয়াল, নির্মাণ কার্য, লজিস্টিক সার্ভিস, ইন্টারন্যাশনাল ট্রেডিং ছাড়াও আরও অন্যান্য ব্যবসার সাথে যুক্ত। তাই কে-রাইডস এর সাথে জুটি বাঁধার ফলে তুরস্কে রয়্যাল এনফিল্ডের যে কেবল ব্যবসার শুভারম্ভ হচ্ছে তাই নয়, পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের একটি বড় ক্ষেত্র পাচ্ছে তারা।