বড় খবর! Royal Enfield ইলেকট্রিক বাইক লঞ্চ করবে এই বছর, জানালেন খোদ সংস্থার এমডি

রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের খবর দীর্ঘদিন ধরে সংবাদ শিরোনামে উঠে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের মধ্যেই তাদের ই-বাইক দৌড়বে রাস্তায়। রয়্যাল…

রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের খবর দীর্ঘদিন ধরে সংবাদ শিরোনামে উঠে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের মধ্যেই তাদের ই-বাইক দৌড়বে রাস্তায়। রয়্যাল এনফিল্ডের মালিক সংস্থা আইশার মোটর (Eicher Motors) আগামী দু’বছরের মধ্যে প্রথম ব্যাটারি চালিত বাইক লঞ্চের পরিকল্পনার কথা জানিয়েছে। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল বলেন, বার্ষিক ১ লক্ষ ৫০ হাজার ইউনিট উৎপাদন ক্ষমতার নতুন প্রোডাকশন ফেসিলিটি চালু করবেন তারা।

Royal Enfield দু’বছরের মধ্যে ভারতে ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করবে

বর্তমানে ভারতের প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে প্রায় ৯০% মার্কেট শেয়ার নিজের অধীনস্থ রেখেছে রয়্যাল এনফিল্ড। সংস্থাটি জানিয়েছে, যে তারা একটি বিশেষজ্ঞদের দল তৈরি করেছে, যারা বাজারে তাদের ইলেকট্রিক মোটরসাইকেলের চাহিদা কতটা, তা মূল্যায়ন করে দেখবে। প্রকাশিত রিপোর্টে সিদ্ধার্থ লাল বলেন, “আমরা বর্তমানে ইলেকট্রিক মোটরসাইকেলের প্রোটোটাইপের টেস্টিং চালাচ্ছি। বাজারে যাতে জনপ্রিয়তা পায়, তেমনভাবেই এগুলি আনা হবে।”

এদিকে রয়্যাল এনফিল্ড-কে চ্যালেঞ্জ জানাতে Hero MotoCorp, Honda Motorcycle & Scooter India (HMSI) ও Bajaj Auto কোমর বেঁধে লেগেছে। ইতিমধ্যেই তারা মাঝারি ওজনের টু-হুইলারের বাজারে নতুন মডেল লঞ্চ করেছে। তাই প্রতিপক্ষদের যোগ্য জবাব দিতে এক ডজন বাইক লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। উল্লেখ্য বর্তমানে ভারতের মাঝারি ওজনের মোটরসাইকেল এর দুনিয়ায় নেতৃত্ব প্রদান করে Royal Enfield Classic 350 ও Bullet 350।

প্রসঙ্গত, গত মাসে Bajaj-Triumph ভারতে একসাথে দুটি ৪০০ সিসির মোটরসাইকেল লঞ্চ করেছে। এগুলি হল – Triumph Speed 400 ও Scrambler 400X। হিরো মোটোকর্প, হার্লে ডেভিডসন-এর সাথে যৌথ উদ্যোগে হাজির করেছে Harley-Davidson X440। এর যোগ্য প্রতিপক্ষ হিসেবে রয়্যাল এনফিল্ড বাজারে তাদের একটি নতুন ৪৪০ সিসি বাইক আনছে। যার নাম Scram 440। আগামী এক বছরের মধ্যেই এটি বাজারে হাজির হবে, এছাড়াও আরও দুটি মডেল লঞ্চের পরিকল্পনা রয়েছে সংস্থার। এগুলি ৩৫০-৪৫০ সিসি সেগমেন্টের।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন