ক্লাসিক বাইক অনেক হল, এবার স্ট্রিট-নেকেড মডেল আনছে রয়্যাল এনফিল্ড, থাকবে নতুন 450cc ইঞ্জিন
রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বর্তমানে ৪৫০ সিসির একাধিক মোটরসাইকেল লঞ্চের জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে। যেই তালিকার...রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বর্তমানে ৪৫০ সিসির একাধিক মোটরসাইকেল লঞ্চের জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে। যেই তালিকার সর্বপ্রথম মডেলটি হতে চলেছে Himalayan 450। তবে এবারে ভারতের রাস্তায় ৪৫০ সিসির আরও এক বাইকের টেস্টিং করতে দেখা গেল। নাম প্রকাশ করা না হলেও অনুমান করা হচ্ছে, এটি হতে পারে Scram 450 অথবা Roadster 450। এদেশে যেটি KTM 390 Duke-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফাঁস হওয়া ভিডিওতে বাইকটি একাধিক অ্যাক্সেসরিজ সহ ধরা দিয়েছে। যা রয়্যাল এনফিল্ডের স্ট্রিট-নেকেড সেগমেন্টে পদার্পণের পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।
Royal Enfield-এর নতুন 450cc বাইকের দর্শন পাওয়া গেল
রাগেড ডিজাইনের বাইকটির নামকরণ করা হতে পারে Scram 450। এতে রয়েছে মিনিমাল বডি প্যানেল, ছোট সাবফ্রেম, সিঙ্গেল পিস সিট – সব মিলিয়ে রোডস্টার ঘরানা সুস্পষ্ট এতে। বাইকটি স্যাডেল স্টে এবং জেরি ক্যান সমেত হাজির হতে পারে। আবার এতে উপস্থিত ব্লক প্যাটার্ন টায়ার, যা অফ-রোডে চলার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। গোলাকৃতি হেডলাইট এতে নিও-রেট্রো বৈশিষ্ট্য প্রদান করেছে। এতে ৪৫০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থাকতে পারে।
কেমন হবে বাইকটি
স্ক্র্যাম ৪৫০-এর স্পাই ভিডিওতে বেশ কিছু অ্যাক্সেসরিজের দেখা মিলেছে। যেমন – রিয়ার টপ বক্স, ছোট উইন্ডস্ক্রিন এবং বার-এন্ড মিরর। এর উভয় দিকে আছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। Himalayan 450-এ ইউএসডি টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হলেও স্ক্র্যাম ৪৫০ প্রথাগত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক সহ হাজির হবে। ২০২৪ সালে স্ক্র্যাম ৪৫০-এর পর সংস্থাটি স্ট্রিট ৪৫০ লঞ্চ করতে পারে।
Scram 450 এবং Street 450-এর ফিচার্সের তালিকায় থাকছে এলইডি হেডলাইট, স্লিক হরাইজন্টাল সিট-ইন্টিগ্রেটেড এলইডি টেললাইট, এলইডি টার্ন ইন্ডিকেটর, একটি রিয়ার মোনোশক, গোলাকৃতি ORVM, সিঙ্গেল পিস সিট। এর ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত ইঞ্জিন থেকে ৩৫ বিএইচপি শক্তি এবং ৪০ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। KTM 390 Duke ছাড়াও বাইকটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে BMW G 310 R, Yezdi Roadster।