Guerrilla 450-র পর এবার আরও শক্তিশালী বাইক আনছে রয়্যাল এনফিল্ড, লঞ্চের আগেই ফাঁস হল ছবি
রয়্যাল এনফিল্ড গোরিলা ৪৫০ লঞ্চের রেশ না কাটতেই সংস্থার আরেকটি নতুন মোটরসাইকেলের খবর সামনে এল। ইন্টারসেপ্টর ৬৫০ মডেলটির...রয়্যাল এনফিল্ড গোরিলা ৪৫০ লঞ্চের রেশ না কাটতেই সংস্থার আরেকটি নতুন মোটরসাইকেলের খবর সামনে এল। ইন্টারসেপ্টর ৬৫০ মডেলটির উপর ভিত্তি করে একটি স্ক্র্যাম্বলার বাইক আনছে রয়্যাল এনফিল্ড, যার ছবি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। এটি নভেম্বরে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। অফিশিয়াল নাম অজানা, তবে বাইকটি বিয়ার ৬৫০ নামে বাজারে আসতে পারে বলে দাবি করা হয়েছে।
ছবিতে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম্বলার ৬৫০ দেখতে ইন্টারসেপ্টর ৬৫০-র মতো। তবে স্ক্র্যাম্বলার স্টাইল আনতে বেশ কিছু বদল আনা হয়েছে। যেমন হ্যান্ডেলবার আলাদা ও এতে ব্রেস রয়েছে। ট্রাডিশনাল টেলিস্কোপিক ফর্কের জায়গায় আপসাইড ডাউন ফর্ক দেখা যাচ্ছে। অর্থাৎ সংস্থার প্রথম ৬৫০ সিসি বাইক এটাই, যা ইউএসডি ফর্ক পাচ্ছে। ইন্টারসেপ্টরে ডুয়েল এগজস্ট সিস্টেম থাকলেও, স্ক্র্যাম্বলার মডেলটিতে সিঙ্গেল এগজস্ট মিলবে।
রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম্বলার ৬৫০-এর হেডার পাইপে মাড গার্ড রয়েছে। স্ক্র্যাম্বলারের অনুভূতি দিতে দু'পাশে সাইড নম্বর বোর্ড দু'পাশে ইন্সটল করা। বাইকটিতে গোল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হবে, তবে এতে টিএফটি সেটআপ থাকবে কিনা স্পষ্ট নয়। আগের কিছু স্পাই শট থেকে জানা গিয়েছে, এই মোটরসাইকেলে ডুয়েল পারপাস টায়ার থাকবে ও সেটি সিয়েট কোম্পানি থেকে নেওয়া হবে।
রয়্যাল এনফিল্ডের অন্যান্য ৬৫০ সিসি মডেলের মতো এই স্ক্র্যাম্বলার বাইকটিতেও ৬৪৮ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন থাকবে, যা ৪৭ সর্বাধিক বিএইচপি ক্ষমতা ও ৫২ এনএম টর্ক উৎপন্ন করবে। ইঞ্জিনের সঙ্গে থাকবে ছয় গতির গিয়ারবক্স। নভেম্বরে সংস্থার মোটোভার্স ২০২৪ ইভেন্টে লঞ্চ হতে পারে এটি। দাম ৩.২০ লক্ষের মধ্যে থাকবে বলে আশা করা যায়।