বুলেট, ক্লাসিক ভুলে যাবেন! দুই বড় বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে Royal Enfield

ভারতে প্রিমিয়াম মোটরসাইকেলের প্রতি ক্রেতাদের ভালোবাসার লেখচিত্র দিনদিন উর্ধ্বমুখী হচ্ছে। ৩৫০ সিসির পর এবার ক্রেতাদের নজর পড়েছে আরও বড় ইঞ্জিনের বাইকে। যা প্রত্যক্ষ করে রয়্যাল…

ভারতে প্রিমিয়াম মোটরসাইকেলের প্রতি ক্রেতাদের ভালোবাসার লেখচিত্র দিনদিন উর্ধ্বমুখী হচ্ছে। ৩৫০ সিসির পর এবার ক্রেতাদের নজর পড়েছে আরও বড় ইঞ্জিনের বাইকে। যা প্রত্যক্ষ করে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ৪৫০ সিসি ও ৬৫০ সিসির দুই নতুন মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করেছে। প্রথম মডেলটি Roadster 450 অথবা Scram 450 নামে হাজির হতে পারে। আবার ৬৫০ সিসি বাইকটির নামকরণ করা হতে পারে Scrambler 650 বা Interceptor Bear 650। যদিও নামকরণের প্রসঙ্গে কোম্পানির তরফে এখনও কোনো নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি। ইতিমধ্যেই এই বাইক জোড়ার টেস্টিং শুরু করেছে কোম্পানি। একাধিকবার সেই চিত্র ক্যামেরায় ধরা পড়েছে।

Scram 450 ও Scrambler 650-এর মহড়া চালাচ্ছে Royal Enfield

Roadster/Scram 450-এ রয়েছে ক্লাসিক স্টাইলের সাথে আধুনিকতার সংমিশ্রণ। এটি হচ্ছে Himalayan 450-এর রোড-গোয়িং ভার্সন। এতে স্লিক এলইডি রাউন্ড হেডলাইট, বলিষ্ঠ ফুয়েল ট্যাঙ্ক, এবং হিমালয়ানের সদৃশ টেইল সেকশন বর্তমান। এই এলিমেন্টগুলি বাইকটিতে স্পোর্টি লুক দিয়েছে। মিলবে অল এলইডি লাইটিং এবং একটি পোটেনশিয়াল সার্কুলার টিএফটি ডিসপ্লে।

১৭ ইঞ্চি অ্যালয় হুইলের সাথে টেলিস্কোপিক প্লান্ট ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশনে ছুটবে এই বাইক। পাওয়ারট্রেন হিসেবে Roadster/Scram 450-এ থাকছে Himalayan 450-এর শেরপা ইঞ্জিন। লিকুইড কোল্ড সিঙ্গেল সিলিন্ডার মোটর থেকে সর্বোচ্চ ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৪০ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইক Yezdi Scrambler ও Honda CB350 RS-কে বেগ দেবে।

অন্যদিকে, Scrambler 650 বা Interceptor Bear 650 নামের মডেলটি ডিজাইনের দিক থেকে অনেকাংশেই Interceptor 650-এর থেকে অনুপ্রাণিত। রাগেড লুকের এই মোটরবাইকে দেওয়া হয়েছে সিঙ্গেল পিস সিট, স্পোক হুইল, এবং গোলাকৃতি হেডলাইট। Interceptor 650-এর সাথে ফারাক বজায় রাখতে সিটের প্যাডিং তুলনামূলক মোটা করা হয়েছে। এছাড়া রয়েছে গোলাকৃতি টেললাইট ও দীর্ঘতর হ্যান্ডেলবার।

চাকায় ঘূর্ণনের শক্তি জোগাতে মোটরসাইকেলটি ৬৫০ সিসি লাইনআপের বাকি মডেলের মতো একটি ৬৪৮ সিসি প্যারালাল টুইন ইঞ্জিনে ছুটবে। এটি থেকে ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়। ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং টুইন নন গ্যাস চার্জ শক স্মুদ রাইডিং দেবে। বাজারে এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে Benelli Leoncino 500 ও Moto Morini Seiemmezzo 650।

উপরে উক্ত মোটরসাইকেল দুটির লঞ্চের সময়কাল সম্পর্কে এখনও মুখ খোলেনি রয়্যাল এনফিল্ড। টেস্ট মডেল দেখে অনুমান করা হচ্ছে শীঘ্রই এগুলির উৎপাদনে হাত লাগাবে সংস্থা। জল্পনা চলছে Scram 450 মডেলটির দাম ২.৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হবে। যেখানে Scrambler 650 কিনতে ৪ লাখ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি খরচ পড়বে বলেই অনুমান করা হচ্ছে।