Royal Enfield Shotgun 650 বাইকের গোপন তথ্য ফাঁস, লঞ্চের আগেই ইঞ্জিন, ফিচার্স জেনে ফেলুন
২০২৩-এর শেষবেলা কাঁপাতে নতুন মোটরসাইকেল লঞ্চের তোড়জোড় শুরু করেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। হিমালয়ানের শক্তিশালী...২০২৩-এর শেষবেলা কাঁপাতে নতুন মোটরসাইকেল লঞ্চের তোড়জোড় শুরু করেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। হিমালয়ানের শক্তিশালী ভার্সন Himalayan 450 নভেম্বরের শুরুতেই লঞ্চ হতে চলেছে। এবং ২০২৪ শুরু হওয়ার আগে বা আগামী বছরের প্রথমার্ধে অপর একটি টু-হুইলার আনতে পারে চেন্নাইয়ের সংস্থাটি। সেটি হল তাদের আপকামিং ফ্ল্যাগশিপ মডেল Royal Enfield Shotgun 650। বাইকটি নিয়ে এবার বড় তথ্য ফাঁস হয়েছে। সৌজন্যে অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা ARAI-এর থেকে পাওয়া টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট।
Royal Enfield Shotgun 650-এর স্পেসিফিকেশন
EICMA 2021-এ SG650 কনসেপ্ট মডেলটি দেখিয়েছিল রয়্যাল এনফিল্ড। ববার স্টাইলের এই কনসেপ্ট মডেলের উপর ভিত্তি করে তৈরি হবে Shotgun 650। গত দু'বছর ধরে এটির ডেভেলপমেন্ট চালিয়ে যাচ্ছে সংস্থা। ৬৫০ সিসি পোর্টফলিওতে Interceptor 650 ও Continental GT 650-র পর ২০২৩-এর শুরুতে Super Meteor 650 যুক্ত করেছিল কোম্পানি। Shotgun 650-ও একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে বলেই আশা করা হচ্ছে। এতে থাকবে টিউবলার স্টিল ফ্রেম ও ৬৫০ সিসি ইঞ্জিন।
অ্যাপ্রুভাল সার্টিফিকেট থেকে জানা গেছে, Shotgun 650-এ ৬৪৮ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। যা থেকে ৭,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৬.৩ বিএইচপি ক্ষমতা উৎপন্ন হবে। এমনকি Super Meteor 650-এর সমান টর্ক পাওয়া যেতে পারে এতে। যার পরিমাণ ৫২ এনএম। তবে ইঞ্জিনের টিউনিং পরিবর্তন করে লো এবং মিড রেঞ্জ পারফরম্যান্সে আপগ্রেড আনা হতে পারে। সঙ্গে সিক্স স্পিড গিয়ারবক্সের দেখা মিলবে বলেই মনে করা হচ্ছে।
তবে আকার আকৃতির দিক থেকে এটি Super Meteor 650-এর তুলনায় ছোট হবে। বাইকটি দৈর্ঘ্য ২,১৭০ মিমি, যা ফ্ল্যাগশিপ ক্রুজারটির তুলনায় ৯০ মিমি কম। এর প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস (১,৪৬৫ মিমি) Super Meteor 650-এর চাইতে যথাক্রমে ৭০ মিমি, ৫০ মিমি ও ৩৫ মিমি কম হবে। আবার ওজনের দিক থেকেও Super Meteor 650-এর (২৪১ কেজি) থেকে হালকা হবে এটি। তবে উভয় মডেলে একই মাপের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হতে পারে, যা ১৫ লিটার।
কনসেপ্ট মডেলের সাথে স্টাইলের দিক থেকে অনেকাংশই মিল থাকছে আসন্ন শটগান ৬৫০-এর। এতে এলইডি লাইটিং, একটি মডিফায়েড রাইডার ট্রাইঅ্যাঙ্গেল, চপ্ড রিয়ার ফেন্ডার, ডিয়ার ড্রপ আকৃতির টেললাইট এবং নতুন স্টাইলের টুইন এগজস্টের দেখা মিলবে। অ্যাক্সেসরিজের তালিকায় দেওয়া হতে পারে ডিস্ক স্টাইল হুইল।
এছাড়া Royal Enfield Shotgun 650-এ থাকবে আপসাইড ডাউন ফর্ক, টুইন রিয়ার শক, ডুয়েল ডিস্ক ব্রেক সেটআপ এবং ডুয়েল চ্যানেল এবিএস। নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা রয়্যাল এনফিল্ডের রাইডার ম্যানিয়াতে আত্মপ্রকাশ করতে পারে বাইকটি। দাম ৩.৭০ লক্ষ থেকে ৩.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।