Royal Enfield: নতুন বাইক লঞ্চ করল রয়্যাল এনফিল্ড, রাস্তায় বেরোলে সবাই ঘুরে তাকাবে

ভারত ও ইউরোপের পাশাপাশি আমেরিকার বাজারকে দীর্ঘদিন ধরেই বিশেষ গুরুত্ব দিয়ে আসছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। ভারতের...
SUMAN 26 March 2024 8:00 PM IST

ভারত ও ইউরোপের পাশাপাশি আমেরিকার বাজারকে দীর্ঘদিন ধরেই বিশেষ গুরুত্ব দিয়ে আসছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। ভারতের পর জানুয়ারিতে ইউরোপের বাজারে Shotgun 650 লঞ্চ করেছিল সংস্থা। এবারে ফ্যাক্টরি কাস্টম ববার বাইকটি উত্তর আমেরিকার বাজারে হাজির হল রয়্যাল এনফিল্ড।

Royal Enfield Shotgun 650 লঞ্চ হল আমেরিকাতে

আমেরিকায় Royal Enfield Shotgun 650-এর দাম রাখা হয়েছে, 6,899 ডলার, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 5.75 লক্ষ টাকা। আর কানাডার বাজারে মূল্য 9,199 কানাডিয়ান ডলার নির্ধারণ করা হয়েছে। Super Meteor 650-এর নিচে স্থান পেয়েছে এই বাইক। তাই তুলনামূলক Shotgun 650 কিনতে কম খরচ পড়ে। জানিয়ে রাখি, আমেরিকা ও কানাডার বাজারে Super Meteor 650-এর দাম যথাক্রমে 6,999 ডলার ও 9,599 কানাডিয়ান ডলার।

Super Meteor 650-এর বেশিরভাগ যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে Shotgun 650-এ। উভয় মডেলেই বর্তমান 648 সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। টিউবুলার স্পাইন ফ্রেমের উপর ভিত্তি করে এসেছে এটি। সামনে রয়েছে Showa USD ফ্রন্ট ফর্ক ও রিয়ার টুইন শক। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে দু’চাকায় ডিস্ক ব্রেক ও ডুয়েল চ্যানেল এবিএস উপস্থিত।

শটগানের এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন থেকে উৎপন্ন হয় 7,250 আরপিএম গতিতে সর্বাধিক 46.3 বিএইচপি শক্তি ও 5,650 আরপিএম গতিতে 52.3 এনএম টর্ক। এর সাথেই সংযুক্ত স্লিক শিফ্টিং 6-স্পিড গিয়ারবক্স। প্রসঙ্গত, ভারতে Shotgun 650-এর দাম 3.59 লাখ থেকে 3.73 লাখ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story