Royal Enfield November 2024 Sales

বিদেশের বাজারে রেকর্ড বিক্রি, রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা এবার বাইরেও

২০২৪ এর নভেম্বর মাসের বিক্রির পরিসংখ্যান পেশ করল রয়্যাল এনফিল্ড। নভেম্বরে মোট ৮২,২৫৭টি বাইক বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড। বিদেশে রপ্তানি করা হয়েছে ১০,০২১টি বাইক।

Suvrodeep Chakraborty 2 Dec 2024 6:35 PM IST

ভারতের অন্যতম জনপ্রিয় বাইক সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। সাধারণত ৩৫০ সিসি, ৪৫০ সিসি এবং ৬৫০ সিসির মোটরবাইক বানিয়ে থাকে সংস্থাটি। এদিন গত মাসের বিক্রির পরিসংখ্যান জারি করল দেশীয় সংস্থাটি। নভেম্বর, ২০২৪ এ মোট ৮২,২৫৭টি বাইক বিক্রি করেছে সংস্থা। তার মধ্যে বিদেশে রপ্তানি করা হয়েছে ১০,০২১টি বাইক। যা গত বছরের নভেম্বরের তুলনায় ৯৬ শতাংশ বৃদ্ধি।

২০২৩ সালের নভেম্বরের তুলনায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংস্থার বিক্রি। সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে রপ্তানি। গত বছর নভেম্বরে ৫,১১৪টি বাইক বিক্রি হয়েছিল আন্তর্জাতিক বাজারে। এ বছর নভেম্বরে সেই সংখ্যাটা প্রায় দ্বিগুণ।

দেশের ভিতরে বিক্রি

ভারতের বাজারে মোট ৭২,২৩৬টি মোটরসাইকেল বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড। যা গত বছরের নভেম্বরের তুলনায় কিছুটা কম। তবে রপ্তানি বেশি হওয়ায় মোট বিক্রির সংখ্যা আগের বছরের তুলনায় কিছুটা ভালো। এই বিষয়ে রয়্যাল এনফিল্ডের সিইও বি গোবিন্দরাজন বলেন, নভেম্বর আমাদের জন্য রয়্যাল এনফিল্ডে একটি অবিশ্বাস্য মাস ছিল, যা উত্তেজনাপূর্ণ লঞ্চে পরিপূর্ণ। সত্যিকার অর্থে বিশুদ্ধ মোটরসাইকেল চালানোর প্রতি আমাদের আবেগকে প্রতিফলিত করে।

তিনি যোগ করেন, EICMA ২০২৪-এ, আমরা ফ্লাইং ফ্লাই-এর আত্মপ্রকাশের মাধ্যমে ইভির জগতে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছি, যা টেকসই এবং গতিশীলতার দিকে একটি বড় পদক্ষেপ। তিনি আরও বলেন, আমরা দুটি দুর্দান্ত মোটরসাইকেল লঞ্চ করেছি - ক্লাসিক ৬৫০ এবং বিয়ার ৬৫০। যা আমাদের উদ্দেশ্যপূর্ণ মেশিন তৈরির উত্তরাধিকারকে গড়ে তুলতে সাহায্য করবে। শুধু তাই নয়, Motoverse ২০২৪-এ আমরা Goan Classic 350 এবং Scram 440 লঞ্চ করেছি। এই দুটি মোটরসাইকেলই সারা দেশে মোটরসাইকেলপ্রেমীদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে।

Show Full Article
Next Story