লঞ্চের আগে ফের একবার Royal Enfield Super Meteor 650 এর দর্শন মিলল, পুজোর সময় বাজারে আসতে পারে এই বাইক

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) চলতি বছরে ইতিমধ্যেই দুটি নতুন মডেলের বাইক লঞ্চ করে ক্রেতাদের মন জিতে নিয়েছে। তবে এখানেই থামতে নারাজ সংস্থা। ২০২২-এ আরও একজোড়া…

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) চলতি বছরে ইতিমধ্যেই দুটি নতুন মডেলের বাইক লঞ্চ করে ক্রেতাদের মন জিতে নিয়েছে। তবে এখানেই থামতে নারাজ সংস্থা। ২০২২-এ আরও একজোড়া মোটরসাইকেল নিয়ে হাজির হতে কোমর বেঁধেছে তারা। যার মধ্যে একটি হতে পারে Royal Enfield Super Meteor 650। কারণ সম্প্রতি ভারতের রাস্তায় ট্রায়াল চলাকালীন বাইকটির দর্শন, সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে। মনে করা হচ্ছে, এবারে Meteor 350-র বড়ভাইকে এনে রয়্যাল এনফিল্ড বাজারে আলোড়ন সৃষ্টি করতে চাইছে।

আসন্ন Super Meteor 650 রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসি ইঞ্জিনের তৃতীয় মডেল হতে চলেছে। সংশ্লিষ্ট গোত্রের অন্য দুটি মডেল হল Interceptor 650 ও Continental GT 650। এগুলিতে ৬৫০ সিসি টুইন সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। অন্য দিকে, Super Meteor 650-এর ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে এর সামনে ইউএসডি ফর্ক এবং পেছনে ডুয়েল শক অ্যাবজর্ভার উপস্থিত। আবার সিঙ্গেল ফ্রন্ট এবং রিয়ার ডিস্ক নজরে পড়েছে।

বাইকটির ডিজাইন দেখে মনে করা হচ্ছে, এটি প্রোডাকশনের জন্য চূড়ান্ত মডেল। যাতে রয়েছে স্প্লিট সিট, পি-শুটার এগজস্ট, ক্র্যাশ গার্ড এবং অ্যালয় হুইল। এগুলি বাইকটির অ্যাক্সেসরিজের তালিকায় রাখতে পারে রয়্যাল এনফিল্ড। সংস্থার রেট্রো ঘরানা পুরোদস্তুর ফুটিয়ে তোলা হয়েছে Super Meteor 650-এ। হ্যালোজেন বাল্ব সহ গোলাকৃতি হেডল্যাম্প ও অন্যান্য ডিজাইন তারই সাক্ষ্য বহন করে।

সংস্থার তরফে, Super Meteor 650-এর লঞ্চের সময়সূচি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে অক্টোবর-নভেম্বর নাগাদ বাজারে পা রাখতে চলেছে বাইকটি। প্রসঙ্গত, রয়্যাল এনফিল্ড সম্প্রতি Hunter 350 লঞ্চ করেছে। এদেশে রোডস্টার বাইকটির দাম ১,৪৯,৯০০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। রেট্রো, মেট্রো এবং মেট্রো রেবেল – এই তিন ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় বাইকটি।