Royal Enfield: নতুন বুলেট-সহ আগামী বছর চারটি 350cc বাইক নিয়ে আসবে রয়্যাল এনফিল্ড

২০২২-এর মধ্যে কম করে হলেও ৩৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির অন্তত আরও চারটি নতুন মডেলের বাইক বাজারে আনার পরিকল্পনা করছে...
SHUVRO 20 Nov 2021 12:59 PM IST

২০২২-এর মধ্যে কম করে হলেও ৩৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির অন্তত আরও চারটি নতুন মডেলের বাইক বাজারে আনার পরিকল্পনা করছে মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)৷ অর্থাৎ প্রতি ত্রৈমাসিকে অন্তত একটি করে রয়্যাল এনফিল্ডের নতুন মোটরসাইকেল বাজারে আসবে৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে৷

রয়্যাল এনফিল্ডের নতুন 'J' প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে মোটরসাইকেল চারটি নির্মিত হবে৷ উল্লেখ্য, এই প্ল্যাটফর্মের প্রথম বাইক হিসেবে এক বছর আগে ব্র্যান্ড নিউ Meteor 350 এবং গত সেপ্টেম্বরে নতুন প্রজন্মের Classic 350-এর আত্মপ্রকাশ ঘটেছিল৷ দু'টি মডেলেই ছিল ডাবল ক্রাডেল চ্যাসিস এবং ৩৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন৷

বুলেটপ্রেমীদের জন্যও রয়েছে সুখবর৷ J1B কোডনামের বুলেটের একটি নতুন মডেলের ডেভেলপমেন্ট চলছে৷ যা Bullet 350 এবং Bullet 350 ES-এর রিপ্লেসমেন্ট মডেল হিসেবে বাজারে আসবে৷ আবার Classic 350 ভিত্তিক একটি ববার (Bobber) বাইকও বাজারে আনবে রয়্যাল এনফিল্ড, এর কোডনাম রাখা হয়েছে J1H৷ আগামী বছরের একদম শেষে এটি লঞ্চ করা হতে পারে৷ নতুন চারটি মডেলের মধ্যে ববার মডেলটির দাম সবচেয়ে বেশি হবে বলেই খবর৷

বাকি থাকলো দু'টি মডেল৷ এদের কোডনাম J1C2 এবং J1C1৷ এর মধ্যে একটি মডেল হান্টার (Hunter) নামে সংবাদমাধ্যমে আলোচিত, যা সামনের বছর সবার আগে আত্মপ্রকাশ করবে৷ বাইক দু'টির মধ্যে প্রচুর সাদৃশ্য থাকবে৷ যদিও নতুন পরিচয় দেওয়ার জন্য কিছু পরিবর্তনও করা হবে৷ বলা হয়েছে, J1C2 মডেলটি ভারতে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে কম মূল্যের মোটরসাইকেল হবে৷ ভারতের পাশাপাশি আর্ন্তজাতিক বাজারেও মোটরসাইকেলগুলি সাড়া ফেলবে বলে আশাবাদী রয়্যাল এনফিল্ড৷

Show Full Article
Next Story