এই প্রথম মার্কেটে 450cc বাইক আনছে Royal Enfield, সঙ্গে লঞ্চ হবে নতুন 350cc মডেলও
বাইকপ্রেমীদের জন্য সবসময়ই নতুন কোনও চমক নিয়ে হাজির হয় Royal Enfield। চলতি বছরের শুরুটা Super Meteor 650 দিয়ে হলেও...বাইকপ্রেমীদের জন্য সবসময়ই নতুন কোনও চমক নিয়ে হাজির হয় Royal Enfield। চলতি বছরের শুরুটা Super Meteor 650 দিয়ে হলেও ২০২৩ শেষ হওয়ার আগে আরও একাধিক ধামাকা মডেল মার্কেটে আনতে চলেছে সংস্থাটি। আগামী কয়েক মাসের মধ্যেই ৩৫০ থেকে ৬৫০ সিসির মধ্যে নতুন মডেল লঞ্চ করবে রয়্যাল এনফিল্ড। শোনা যাচ্ছে, অতি শীঘ্রই ৩৫০ সিসি থেকে শুরু করে ৪৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি পর্যন্ত চারটি বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে তারা এই প্রতিবেদনে সেই আপকামিং মডেলগুলি নিয়ে আলোচনা রইল।
New-Gen Royal Enfield Bullet 350:
ক্লাসিক ৩৫০ রয়্যাল এনফিল্ড-কে সাফল্যের শিখরে পৌঁছে দিলেও সংস্থার সাফল্য এসেছিল কিন্তু বুলেট ৩৫০ এর হাত ধরেই। এমনকি মোটরসাইকেলটি রয়্যাল এনফিল্ড এর ইতিহাসে সবচেয়ে বেশিদিন ধরে চলা মডেল। এই লেজেন্ড বাইক এবার আসতে চলেছে নতুন অবতারে। বলা ভালো ক্লাসিক ৩৫০ কিংবা মিটিয়র ৩৫০ এ ব্যবহৃত নতুন প্লাটফর্মকেই কেন্দ্র করে তৈরি হবে নিউ জেনারেশন বুলেট ৩৫০। এর সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটি ক্লাসিক, মিটিয়র এবং হান্টার এর মতোই। টিউনিং হয়তো খানিকটা ভিন্ন হতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এটি।
Royal Enfield Classic Bobber:
কিছুদিন আগেই স্পাই ক্যামেরায় ধরা পড়া এক ছবির থেকেই গুঞ্জন শুরু হয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ববার স্টাইল এর বাইক নিয়ে। এই বাইকটিতে থাকবে একটি মাত্রই সিট। পুরনো দিনের ববার স্টাইলের বাইকের আমেজ ফিরিয়ে আনতে এই বাইকটিতে চওড়া ধরনের টায়ার এবং খানিকটা উঁচু করা হ্যান্ডেল বার দেখতে পাওয়া যাবে। তবে বাইকটির ইঞ্জিন বা অন্যান্য কোন যন্ত্রাংশের পরিবর্তন হবে কিনা সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
Royal Enfield Himalayan 450
দেশের অ্যাডভেঞ্চার বাইকের জগতে অন্যতম সেরা মডেল রয়্যাল এনফিল্ড হিমালয়ান এবার আত্মপ্রকাশ করবে ৪৫০ সিসির ইঞ্জিন নিয়ে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই আন্তর্জাতিক বাজারে পা রাখবে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০। স্বাভাবিকভাবেই বর্তমানের ৪১১ সিসির হিমালয়ান এর তুলনায় উপরেই অধিষ্ঠান করবে নতুন সংস্করণটি। এর মধ্যে রয়েছে লিকুইড কুল্ড ইঞ্জিন। ভারতের মাটিতে KTM 390 Adventure এবং BMW G310 GS কে প্রতি পদক্ষেপে টক্কর দেবে এই হিমালয়ান ৪৫০।
বাইকটির সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের দিকে থাকবে ইউএসডি ফর্ক এবং পিছনের দিকে রয়েছে মনোশক অ্যাবজর্ভার যা নিজের পছন্দমত এডজাস্ট করা যাবে। ২১ ইঞ্চির স্পোক যুক্ত ফ্রন্ট হুইল, সুইচেবল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ইউএসবি চার্জিং থাকবে হিমালয়ান ৪৫০ মডেলে।
Royal Enfield Hunter 450
গত বছরেই লঞ্চ করা হান্টার ৩৫০ মাত্র কয়েক মাসের মধ্যেই ভারতের আপামর বাইকপ্রেমীদের মন পেতে সক্ষম হয়েছে। এই ধারাকে অব্যাহত রাখতেই ৪৫০ সিসির প্লাটফর্মের উপর একটি রোডস্টার বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড যার নাম হতূ পারে হান্টার ৪৫০। এএই বাইকটি ৪০০-৪৫০ সিসি সেগমেন্ট এর মধ্যে থাকা সামনেই আগত Bajaj-Triumph 400cc Roadstar, Hero-Harley 400cc Neo Roadstar এবং New Gen KTM 390 Duke সহ অন্যান্য বাইকগুলির প্রতিপক্ষ হিসাবেই আত্মপ্রকাশ করবে।