চলতি বছর চারটি নতুন মোটরসাইকেল লঞ্চ করবে Royal Enfield, জেনে নিন বিস্তারিত
রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বর্তমানে হরেক সেগমেন্টে মোটরসাইকেলের উপর কাজ শুরু করেছে। যার মধ্যে রয়েছে ৩৫০ সিসি, ৪৫০...রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বর্তমানে হরেক সেগমেন্টে মোটরসাইকেলের উপর কাজ শুরু করেছে। যার মধ্যে রয়েছে ৩৫০ সিসি, ৪৫০ সিসি ও ৬৫০ সিসির একাধিক মডেল। যার মধ্যে চারটি বাইক আগামী ক'মাসের মধ্যেই লঞ্চ হতে পারে। এই প্রতিবেদনে রয়্যাল এনফিল্ডের আসন্ন চারটি মোটরসাইকেল সম্পর্কে আলোচনা করা হল।
Royal Enfield Himalayan 450
রয়্যাল এনফিল্ড আগামী কয়েক মাসের মধ্যে ভারতে তাদের ৪৫০ সিসির হিমালয়ান লঞ্চ করতে চলেছে। বিগত কয়েক মাসে যার একাধিকবার টেস্টিং চালাতে দেখা গিয়েছে। সংস্থার লাইনআপে এটির স্থান Himalayan 411-এর উপরে হবে। আবার ৪৫০ সিসি বাইকের তালিকায় এটিই হতে চলেছে প্রথম মডেল। এতে থাকছে একটি ৪৫০ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে প্রায় ৪০ বিএইচপি শক্তি উৎপন্ন হবে।
Royal Enfield Classic 350 Bobber
Classic 350-এর সিঙ্গেল সিটার ভার্সন এবছরই লঞ্চ করবে রয়্যাল এনফিল্ড। মোটরসাইকেলটি হোয়াইট ওয়াল টায়ার সহ আসবে। আরগোনমিক্স-এ সামান্য পরিবর্তন ঘটানো হতে পারে। এগিয়ে চলার শক্তি জোগাতে থাকছে এতে থাকছে ৩৪৯ সিসি এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন।
Royal Enfield Shotgun 650
এ বছরের শুরুতে রয়েল এনফিল্ড তাদের ফ্ল্যাগশিপ ক্রুজার মোটরসাইকেল Super Meteor 650 লঞ্চ করেছিল। ওই একই সেগমেন্টে এবারে Shotgun 650 আনছে কোম্পানি। EICMA 2021-তে যার কনসেপ্ট মডেল SG650, প্রদর্শন করেছিল সংস্থা। এবারে এর প্রোডাকশন ভার্সন আসতে চলেছে। যার Super Meteor 650-এর সাথে অনেকাংশেই মিল থাকবে।
নতুন প্রজন্মের Royal Enfield Bullet 350
এ বছর রয়াল এনফিল্ডের ৩৫০ সিসির আরও একটি মোটরসাইকেল বাজার কাঁপাতে হাজির হচ্ছে। যার নাম – New Generation Bullet 350। নয়া ভার্সনের মডেলটি এবছরের শেষ অথবা ২০২৪-এর শুরুতে লঞ্চ হতে পারে। যাতে Classic 350-র ইঞ্জিন এবং হার্ডওয়্যার ব্যবহার করা হবে।