Royal Enfield কেনার স্বপ্ন? এই ইউনিক বাইক থাকতে পারে আপনার পছন্দের তালিকায়
ভারতে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর অনুরাগীর সংখ্যা অন্যান্য সংস্থাগুলির কাছে ঈর্ষার কারণ। আসলে ধুকপুক শব্দের...ভারতে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর অনুরাগীর সংখ্যা অন্যান্য সংস্থাগুলির কাছে ঈর্ষার কারণ। আসলে ধুকপুক শব্দের মোটরসাইকেল নিয়ে লাদাখ ভ্রমণের স্বপ্ন দেখেন না, এমন ভারতীয় খুঁজে পাওয়া দুষ্কর। ক্রেতাদের এই অদম্য ইচ্ছার কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের মোটরসাইকেল তৈরিতে মনোনিবেশ করেছে চেন্নাইয়ের সংস্থাটি। যার মধ্যে রয়েছে – অ্যাডভেঞ্চার, ক্যাফে রেসার এবং স্ক্র্যাম্বলার। রয়্যাল এনফিল্ডের অন্যতম জনপ্রিয় বাইক হল Continental GT 650। যার ফেয়ার্ড ভার্সন আনতে চলেছে সংস্থা।
Royal Enfield আনছে ফেয়ার্ড স্টাইলের বাইক
গত বছরের শেষার্ধে ভারতের রাস্তায় Royal Enfield Continental GT-এর পরীক্ষার সময় স্পট করা গিয়েছিল। সবচেয়ে আকর্ষণের বিষয় ছিল এর ফুল-ফেয়ার্ড ভার্সন। ফেয়ারিংটি আবার আকারে ছোট। ডিজাইনে অন্যান্য পরিবর্তন বলতে এতে দেখা মিলেছে ভিন্ন মিরর সেট, টুইন রিয়ার শক অ্যাবসর্বার। তবে এই টুইন শকটি কেবল পরীক্ষা চালানোর জন্যই দেখা হচ্ছিল বলে ধারনা।
Royal Enfield Continental GT-তে ফুল ফেয়ারিংয়ের প্রয়োজনীয়তা কোথায়?
এর উত্তরে জানিয়ে রাখি, দেশের সিংহভাগ Continental GT ব্যবহারকারী তাদের মোটরসাইকেলে আফটারমার্কেট ফেয়ারিং যোগ করে থাকেন। যার প্রতিকার হিসেবে, রয়্যাল এনফিল্ড নিজেই এবারে Continental GT-তে ফ্যাক্টরি ফিটেড ফেয়ারিং দেওয়ার উদ্যোগ নিয়েছে। আবার বাইকটির বিদ্যমান গ্রাহকদের জন্যও আফটার মার্কেট অ্যাক্সেসরি আনতে পারে সংস্থা।
Continental GT-কে নিয়ে Royal Enfield-এর ভবিষ্যৎ পরিকল্পনা
আগামী মাসগুলিতে রয়েল এনফিল্ড হরেক সিসির ইঞ্জিন সহ একাধিক মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনার কথা সর্বসম্মুখে জানিয়েছে। এ বছরের শুরুতেই সংস্থাটি তাদের ফ্ল্যাগশিপ ক্রুজার বাইক Super Meteor 650 লঞ্চ করেছিল। এবারে তারা ৩৫০ সিসি, ৪৫০ সিসি ও ৬৫০ সিসি ইঞ্জিন সমেত বাইক হাজির করবে। আবার রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বাইকের উপর কাজ শুরু করেছে বলেও জল্পনা দানা বেঁধেছে।