বুলেট-ক্লাসিকের যুগলবন্দি বাজার কাঁপাচ্ছে, Royal Enfield-এর দাপটে অন্যদের হাল বেহাল

শোরুমগুলিতে ৫০০ সিসির কম ইঞ্জিনের বাইকের জন্য রাইডারদের লম্বা লাইন পড়ছে। সম্প্রতি সংশ্লিষ্ট সেগমেন্টে বেশ কয়েকটি নতুন...
SUMAN 20 Oct 2023 6:13 PM IST

শোরুমগুলিতে ৫০০ সিসির কম ইঞ্জিনের বাইকের জন্য রাইডারদের লম্বা লাইন পড়ছে। সম্প্রতি সংশ্লিষ্ট সেগমেন্টে বেশ কয়েকটি নতুন মডেল বাজারে এসেছে। ফলে পাল্লা দিয়ে ক্রেতাদের উদ্দীপনাও বেড়েছে কয়েকগুণ। এর মধ্যে রয়েছে – Triumph Speed 400, Harley-Davidson X440 ও KTM 390 Duke। সেপ্টেম্বরে এগুলি কার্যত ভারতের বাজার দাপিয়ে বেরিয়েছে। যদিও বরাবরের ন্যায় নেতৃত্ব প্রদান করেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর বাইক। চলুন তালিকাটি দেখে নেওয়া যাক।

সবার প্রথমে Royal Enfield-এর বাইক

বর্তমানে রয়েল এনফিল্ডের অধীনে সংশ্লিষ্ট সেগমেন্টের ৮৫% মার্কেট শেয়ার রয়েছে। তাদের দোর্দণ্ডপ্রতাপ Classic 350 গেল মাসে মোট ২৬,০০৩ ইউনিট বিক্রি হয়েছে। বাইকটি বাজারে ৩১.২১% মার্কেট শেয়ার নিজের দখলে রেখেছে। অন্যদিকে সদ্য লঞ্চ হওয়া নতুন ভার্সনের Bullet 350 আগের বছরের তুলনায় এবারের বেচাকেনায় ২১.০২% বৃদ্ধি ঘটিয়েছে।

Triumph Speed 400 চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে Royal Enfield-কে

ট্রায়াম্ফ মোটরসাইকেলস-এর ৪০০ সিসি মোটরসাইকেল হিসেবে এ বছর লঞ্চ হওয়া Speed 400 গেল মাসে ৪,৫০৮ ইউনিট বিক্রিবাটা হয়েছে। ৩৫০ সিসি সেগমেন্টে এর অগ্রগতির শতকরা হার ৪০.৭%। এদিকে Himalayan 411 বিক্রি হয়েছে ৩,২১৮ ইউনিট। তবে আগের বছরের ওই সময়ের তুলনায় বেচাকেনা ২০.১২% এবং আগের মাসের তুলনায় ১৬.৫৫% সঙ্কুচিত হয়েছে।

Honda CB350 ও Jawa-Yezda-র হাড্ডাহাড্ডি লড়াই

আগের মাসে Honda CB350 মোট ৩,০৫৭ জন ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। যা আগের বছরের সেপ্টেম্বরের তুলনায় ২৩.১৯% এবং এবছর আগস্টের তুলনায় ১১.৫৭% কম। যেখানে Jawa ও Yezdi সম্মিলিতভাবে মোট ২,৪২৭ জন নতুন ক্রেতার হাতে টু-হুইলারের চাবি তুলে দিয়েছে, যা আগস্ট ২০২৩-এর তুলনায় ৪.৮৮% বেশি।

KTM ও TVS Apache 310 রেঞ্জের বিক্রিতে পতন

সিঙ্গেল সিলিন্ডার বাইকের রাজা KTM-এর 390 রেঞ্জের বাইকগুলি আগের মাসে মোট ১,১১৬ ইউনিট বিক্রি হয়েছে। ফলে আগের বছরের ওই মাসের তুলনায় যা ২৫.৯% কম। আবার আগস্ট ২০২৩-এর তুলনায় ৩০.৫৩% বেশি। যেখানে Apache 310 রেঞ্জের বাইকগুলি মোট ৩৪০ ইউনিট বিক্রিবাটা হয়েছে। যা আগের বছরের সেপ্টেম্বরের তুলনায় ৪০.৩৫% কম এবং এবছর আগস্টের তুলনায় ৩৮.৭৮% বেশি।

Show Full Article
Next Story