Hunter স্রেফ ট্রেলার, পুরো ছবি এখনও দেখা বাকি, দুই নতুন 350cc বাইক নিয়ে কাজ করছে Royal Enfield

এ যেন এক দেবতার আবাহন শুরু হতে না হতেই অন্য আরেক দেবতার পূজোর নির্ঘন্ট প্রকাশ!! নিশ্চয়ই ব্যাপারটা তেমন বোধগম্য হলো না।...
techgup 12 Aug 2022 9:44 AM IST

এ যেন এক দেবতার আবাহন শুরু হতে না হতেই অন্য আরেক দেবতার পূজোর নির্ঘন্ট প্রকাশ!! নিশ্চয়ই ব্যাপারটা তেমন বোধগম্য হলো না। তবে বুঝিয়ে বলি। Royal Enfield গত রবিবার যে Hunter 350 লঞ্চ করেছে, তা বোধ করি প্রায় প্রত্যেকেই জেনে ফেলেছেন। আবার হান্টারের আত্মপ্রকাশের পরই ৩৫০ সিসির আরো দুই নতুন মোটরসাইকেলের উপর কাজ চলছে বলে নিশ্চিত করেছে চেন্নাইয়ের সংস্থাটি।

ইতিমধ্যেই বাইক দু'টি নিয়ে সংস্থার তৎপরতা তুঙ্গে। তবে এইটুকু নিশ্চিত হওয়া গেছে যে এর মধ্যে প্রথম বাইকটি আর কেউই নয়, Royal Enfield এর লেজেন্ডারি মডেল Bullet 350 এর নতুন সংস্করণ। যদিও দ্বিতীয়টি সম্পর্কে উন্মাদনা এখনো জিইয়ে রেখেছে এই নির্মাতা। শুধুমাত্র জানা গেছে যে এই দ্বিতীয় বাইকটি সিঙ্গেল-পিস সিট নিয়ে Jawa Perak কে টক্কর দিতে আগামী কয়েক মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে চলেছে।

তবে যাই হোক না কেন হান্টারের পাশাপাশি এখন এই নতুন প্রজন্মের Bullet 350 নিয়েও রয়্যাল এনফিল্ডপ্রেমীদের মধ্যে উৎসাহের পরিসীমা নেই। তাছাড়াও সম্প্রতি রাস্তায় এই নতুন সংস্করণের নিরাবরণ চেহারার এক ঝলক দর্শন পাওয়া মাত্রই তা ক্যামেরাবন্দি হয়েছে। সেই ছবি অনুযায়ী বুলেট ৩৫০ এর আসল গন্ধ, তার রেট্রো ডিজাইন, সেটিকে কিন্তু যত্ন সহকারে এই নতুন সংস্করণে লালন-পালন করা হয়েছে। সাথে রয়েছে ক্রোম ফিনিশ যুক্ত হেডল্যাম্প, টেলল্যাম্প ও রিয়ার ভিউ মিরর।

ইঞ্জিন স্পেসিফিকেশনের দিকে নজর দিলে দেখা যাবে যে এই নিউ জেনারেশন Royal Enfield Bullet-কে চলার রসদ যোগাবে ৩৪৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন, যা প্রথমে মিটিওর ক্রুজার ও তার পরে নতুন প্রজন্মের ক্লাসিক ও হান্টারেও ব্যবহার করা হয়েছে। ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বাক্স যুক্ত এই ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার ও টর্ক যথাক্রমে ২০.২ বিএইচপি ও ২৭ এনএম। সাসপেনশনের জন্য সামনে চিরাচরিত টেলিস্কোপিক ফর্ক ও পিছনে টুইন শক অ্যাবজর্ভার লাগানো হয়েছে। ব্রেকিং সিস্টেম ঠিক আগের মতোই সামনে ডিস্ক ও পেছনে ড্রাম। সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। খুব শীঘ্রই আপকামিং বাইকদ্বয় সম্পর্কে নতুন তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story