বৈদ্যুতিক যানবাহন কিনতে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে FAME নামে একটি প্রকল্পের অধীনে সাবসিডি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। যার দ্বিতীয় পর্যায়ের (FAME-II) মেয়াদ শেষ হয়েছিল গত এপ্রিলে। তারপর দু’চাকা এবং তিন চাকার বৈদ্যুতিক গাড়ির কিনতে ভর্তুকি দেওয়ার জন্য ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম বা EMPS নামে একটি নতুন প্রকল্প চালু হয়।
জুলাইতে যার মেয়াদ শেষ হলেও বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক। 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রযোজ্য এই প্রকল্পের মেয়াদ আরও বাড়বে কিনা সেই নিয়ে সরকার এখনও কিছু জানায়নি। EMPS স্কিমের অধীনে ইলেকট্রিক স্কুটার বা বাইকের ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা এবং ব্যাটারি থ্রি-হুইলার কেনার সময় 50,000 টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়।
যেহেতু ভর্তুকির মেয়াদ বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাই আমাদের পরামর্শ এটাই ইলেকট্রিক টু-হুইলার কেনার জন্য সঠিক সময়। Athe 450X, Ather Rizta, Ola S1 Pro, TVS iQube, Bajaj Chetak, এবং Hero Vida V1-এর মতো জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটার এই স্কিমের জন্য উত্তীর্ণ হয়েছে।
ইএমপিএস স্কিমের অধীনে প্রাথমিকভাবে 500 কোটি টাকা বরাদ্দ থাকলেও, সেপ্টেম্বর পর্যন্ত সেটি বাড়িয়ে 778 কোটি টাকা করেছে সরকার। মোট 5.61 লক্ষ ইলেকট্রিক ভেহিকেলকে ভর্তুকি দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। যার মধ্যে 5,00,80টি দুই চাকা ও 60,709টি তিন চাকা গাড়ি। ফলে ক্রেতাদের অনেকটা খরচ কমেছে। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক স্কিমটির মেয়াদ বাড়াবে নাকি নতুন প্রকল্প নিয়ে হাজির হবে।