Safest Cars in India: বড়দের পাশাপাশি শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ এই 5 গাড়ি

গাড়ির সুরক্ষার প্রসঙ্গ উঠলেই সেটি যাত্রীদের কতটা নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারে সেটিই বিচার করে দেখা হয়। এই কাজটি...
SUMAN 8 Jun 2024 7:00 PM IST

গাড়ির সুরক্ষার প্রসঙ্গ উঠলেই সেটি যাত্রীদের কতটা নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারে সেটিই বিচার করে দেখা হয়। এই কাজটি করতে একটি গাড়ি কতটা সমর্থ তা যাচাই করার জন্য রয়েছে গ্লোবাল এনক্যাপ (Global NCAP) এবং ভারত এনক্যাপ (Bharat NCAP)। সবদিক থেকে সুরক্ষিত গাড়িকে ৫-স্টার পর্যন্ত রেটিং দেওয়া হয়ে থাকে। তবে সেফটি বিচার করতে হলে সেটি শিশুদের জন্য কতটা সুরক্ষিত সেদিকে প্রাধান্য দেওয়া উচিত। আজকের এই প্রতিবেদনে শিশুদের জন্য সুরক্ষিত সেরা পাঁচটি গাড়ির হদিশ রইল।

Tata Nexon

গ্লোবাল এনক্যাপ থেকে ভারতীয় নির্মাতাদের মধ্যে সর্বপ্রথম টাটার গাড়ি ৫-স্টার রেটিং পেয়েছে। মডেলটি হচ্ছে Tata Nexon। প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য এটি ক্র্যাশ টেস্টে পূর্ণ মান নিয়ে উত্তীর্ণ হয়েছে। শিশুদের জন্য রয়েছে পূর্ণ সুরক্ষাবলয়। এতে রয়েছে একাধিক এয়ার ব্যাগ এবং ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্করেজ। Tata Nexon-এর বর্তমান দাম ৭.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Volkswagen Virtus

সুরক্ষিত গাড়ির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Volkswagen Virtus। প্রাপ্তবয়স্ক ও শিশু উভয় যাত্রীদের জন্যই এটি সুরক্ষা পরীক্ষায় পূর্ণ নম্বর নিয়ে পাস করেছে। সেডান গাড়িটিতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ। বাজারে গাড়িটির প্রতিপক্ষ হিসেবে উপস্থিত Honda City ও Hyundai Verna। Volkswagen Virtus কিনতে খরচ পড়ে ১১.৫৫ লাখ টাকা (এক্স-শোরুম)।

Skoda Slavia

মাঝারি আকারে সেডান গাড়ি Skoda Slavia-ও সুরক্ষিত গাড়ি হিসেবে নিজের পরিচয় তৈরি করেছে। Volkswagen Virtus-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি এটি। ক্র্যাশ টেস্টের বিচারে এতেও প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য সুরক্ষায় কোন খামতি নেই। এতে রয়েছে এয়ার ব্যাগ, বলিষ্ঠ বডি স্ট্রাকচার এবং ISOFIX চাইল্ড সিট মাউন্ট। Skoda Slavia-র এখনকার মূল্য ১১.৬৩ লাখ টাকা (এক্স-শোরুম)।

Hyundai Verna

Volkswagen Virtus-এর অন্যতম প্রতিপক্ষ Hyundai Verna-র ঝুলিতে রয়েছে প্রাপ্তবয়স্ক এবং শিশু যাত্রীদের জন্য ফাইভ স্টার রেটিং। সুরক্ষার যাবতীয় বৈশিষ্ট্য যেমন ছয়টি এয়ারব্যাগ ইত্যাদি এতেও উপলব্ধ রয়েছে। Hyundai Verna কেনার জন্য ১১ লাখ টাকা (এক্স-শোরুম) খরচ পড়ে।

Tata Punch

ভারতের সর্বাধিক সুরক্ষিত প্রথম পাঁচটি গাড়ির মধ্যে অন্যতম Tata Punch। উপরিউক্ত মডেলগুলির মধ্যে এটি সবচেয়ে সস্তা। প্রাপ্তবয়স্কদের জন্য এর ঝুলিতে রয়েছে ৫-স্টার রেটিং এবং শিশুদের জন্য ৪-স্টার রেটিং। Tata Punch আইসিই ও ইভি ভার্সনে উপলব্ধ। বর্তমান দাম ৬.১২ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Show Full Article
Next Story