Electric Truck: দূষণ কমাতে হাজির ভারতের প্রথম ইলেকট্রিক ডাম্পার ট্রাক, 70,000 কেজি লোড নিতে সক্ষম

ভারতে সব ধরনের যানবাহনে ব্যাটারির পদার্পণ ঘটলেও বড় ট্রাকে এখনও সেভাবে এর চল আরম্ভ হয়নি। বিশাল মালবহনে সক্ষম ইলেকট্রিক ট্রাক ভারতের রাস্তায় এখনও দেখা যায়নি।…

ভারতে সব ধরনের যানবাহনে ব্যাটারির পদার্পণ ঘটলেও বড় ট্রাকে এখনও সেভাবে এর চল আরম্ভ হয়নি। বিশাল মালবহনে সক্ষম ইলেকট্রিক ট্রাক ভারতের রাস্তায় এখনও দেখা যায়নি। তবে এবার চীনের অন্যতম ভারী যন্ত্রপাতি নির্মাতা স্যানি (Sany) ভারতের প্রথম ইলেকট্রিক ওপেন কাস্ট মাইনিং ট্রাক উন্মোচিত করেছে। যার নাম Sany SKT105E। এটি আদতে একটি ডাম্পার ট্রাক।

Sany SKT105E: ভারতের প্রথম ইলেকট্রিক ওপেন কাস্ট মাইনিং ট্রাক

উল্লেখ্য, সমগ্র বিশ্বে খনন কার্য সর্বাধিক দূষণ সৃষ্টিকারী কাজ হিসেবে গণ্য হয়। তাই এক্ষেত্রে পরিবেশবান্ধব ট্রাক ব্যবহৃত হলে দূষণের পরিমাণ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে বলেই মনে করছে সংস্থা। মাইনিং শিল্প এবং ভারতের বাজারের জন্য এমন ইলেকট্রিক ডাম্পার একটি নতুন মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই প্রসঙ্গে স্যানি ইন্ডিয়ার আধিকারিক দীপক গর্গ বলেন, “SKT105E-এর উন্মোচন হচ্ছে স্যানি ইন্ডিয়া ও ভারতীয় মাইনিং ইন্ডাস্ট্রির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। স্থানীয়করণ এবং বিশ্বমানের বৈদ্যুতিক প্রযুক্তি আনার মাধ্যমে আমরা যে কেবল কার্যকারিতা বাড়াতে পেরেছি তাই নয়, পাশাপাশি সমগ্র জাতিকে দীর্ঘস্থায়ী পরিবহণ ব্যবস্থার পথ দেখাতে পেরেছি।”

উন্মোচন করার সময় স্যানি জানিয়েছে তাদের এই SKT105E ওপেন কাস্ট মাইনিংয়ের জন্য তৈরি করা হয়েছে। এই ইলেকট্রিক ডাম্পারের ওজন বহনের সক্ষমতা 70 টন বা 70,000 কেজি। এটি সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব। তাই এটি থেকে কার্বন নির্গমনের কোন সম্ভাবনা নেই। জলবায়ুর পরিবর্তন ঠেকাতে এটি একটি অন্যতম পদক্ষেপ হিসেবে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশাবাদী সংস্থা।