মজাদার মিম বানিয়ে জিতে নিন দেশের সেরা ই-স্কুটার, দারুণ সুযোগ আনল Ola Electric
ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর যশ ও খ্যাতি বর্তমানে ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের দুনিয়ায় সর্বোত্তম স্থানে রয়েছে। ঠিক...ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর যশ ও খ্যাতি বর্তমানে ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের দুনিয়ায় সর্বোত্তম স্থানে রয়েছে। ঠিক তেমনই তাদের S1 Pro ই-স্কুটারটিও এখন দেশের বেস্ট-সেলিং ইভি মডেল। যার প্রতি ক্রেতাদের আকর্ষণ নেহাত কম নয়। বহু মানুষ এই স্কুটারটি কিনেছেন। আবার অনেকেই কিনবেন করে ভাবছেন। এহেন পরিস্থিতিতে ওলা তাদের ফ্ল্যাগশিপ স্কুটার বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগ আনল।
মিম বানিয়ে Ola S1 Pro বিনামূল্যে বাড়ি আনার সুযোগ
ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল ই-স্কুটার লঞ্চের পর থেকেই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন বা আইসিই গাড়ির বিরোধীতা করে এসেছেন। তিনি বরাবর পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহনের পক্ষে। এই প্রসঙ্গে সম্প্রতি ভাবিশ টুইটারে লিখেছেন যে, তিনি আইসি ইঞ্জিন এবং গাড়িকে ব্যঙ্গ করে নিয়ে নতুন মিম বানানোর চেষ্টা করছেন। যে কেউ চাইলেই এই প্রক্রিয়ায় শামিল হয়ে নিজের তৈরি মজাদার মিম শেয়ার করতে পারবেন। যার মিম সবচেয়ে বেশি পছন্দ হবে, তিনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন একটি Ola S1 Pro Special Edition স্কুটার।
Trying to make some funny ICE and petrol vehicle memes. If you have some, share here!
— Bhavish Aggarwal (@bhash) May 27, 2023
Best one today will get an Ola S1 Pro special edition 🙂
প্রসঙ্গত, জুলাই থেকে ওলা তাদের সবচেয়ে সস্তা স্কুটার S1 Air ডেলিভারি শুরু করবে বলে জানিয়েছে। এটি ২, ৩ ও ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির বিকল্পে বেছে নেওয়া যায়। বেস মডেলটির দাম ৮৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এবং মিড ও টপ-এন মডেলটির মূল্য যথাক্রমে ৯৯,৯৯৯ টাকা ও ১,০৯,০০০ টাকা (এক্স-শোরুম)।
Ola S1 Air স্পেসিফিকেশন
ওলা এস১ এয়ার-এর ২, ৩ ও ৪ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৮৫ কিলোমিটার। ২ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টটির রেঞ্জ ৮৫ কিলোমিটার। যেখানে ৩ কিলোওয়াট আওয়ার ও ৪ কিলোওয়াট আওয়ার মডেল দুটি সম্পূর্ণ চার্জে যথাক্রমে ১২৫ কিলোমিটার ও ১৬৫ কিলোমিটার পথ দৌড়তে পারে।
ডিজাইনের প্রসঙ্গে বললে, Ola S1 Air সংস্থার বাকি দুই মডেল S1 ও S1 Pro-এর অনুরূপ। এটি পাঁচটি ডুয়েল টোন পেইন্ট থিম সহ হাজির হয়েছে – কোরাল গ্ল্যাম, নিও মিন্ট, পোর্সেলেইন হোয়াইট, জেট ব্ল্যাক ও লিকুইড সিলভার। ওলা জানিয়েছে যে সকল ক্রেতা গত দিওয়ালিতে S1 Air-এর ২.৫ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টটি বুকিং করেছিলেন, কোনরকম অতিরিক্ত মূল্য ছাড়াই তাদের ৩ কিলোওয়াট আওয়ার মডেলটি ডেলিভারি করা হবে।