Shahid Kapoor: শাহিদ কাপুরের গ্যারাজে নতুন অতিথি, 14 লাখ খরচ করে কোন বাইক কিনলেন অভিনেতা, ছবি দেখুন

পদ্মাবতীতে মেওয়ারের রানা রতন সিং হোক কিংবা কবির সিংয়ের মূখ্য ভূমিকা, যে কোনো চরিত্রেই যথেষ্ট সাবলীল সহস্যময় বলিউড...
techgup 29 Aug 2022 8:25 PM IST

পদ্মাবতীতে মেওয়ারের রানা রতন সিং হোক কিংবা কবির সিংয়ের মূখ্য ভূমিকা, যে কোনো চরিত্রেই যথেষ্ট সাবলীল সহস্যময় বলিউড স্টার শাহিদ কাপুর। তার অভিনয়ের গুণে মুগ্ধ সমগ্র ভারত। বলিউডের যে কয়েকজন অভিনেতা বিলাসবহুল বাইকের ফ্যান তাদের মধ্যে অন্যতম এই অভিনেতা। শাহিদের গ্যারেজে বিএমডব্লিউ থেকে শুরু করে হার্লে ডেভিডসন কোন কিছুই বাদ নেই। এবার সেই তালিকায় যুক্ত হল ডুকাটির নতুন স্ক্যাম্বলার বাইক। যার অন রোড প্রাইস ১৪ লক্ষ টাকা। শাহিদ কাপুর নিজেই তার ইনস্টাগ্রাম এর মাধ্যমে ছবি প্রকাশ করে এ কথা জানিয়েছেন।

নীল ও সাদা রংয়ের কম্বিনেশনে তৈরি বাইকটির নাম Ducati Desert Sled। ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা বাইকটিকে সামনে রেখে দাঁড়িয়ে রয়েছেন। এই মডেলটি ডুকাটির স্ক্যাম্বলার সিরিজের অন্তর্গত। ২০২০ সালে লঞ্চ করা হয় এটি। তবে শাহিদ কাপুরের কেনা মডেলটি সংস্থার একদম নতুন প্রকাশ করা কালার স্কিম।

প্রসঙ্গত, Desert Sled মডেলটি মূলত ১৯৮০ সালের রেসে ব্যবহৃত Enduro মডেলের বাইকগুলিকে সম্মান জানিয়েই তৈরি। বিশেষত বাইকটির নতুন ধরনের সিট ও হেডলাইটের উপর জালের আস্তরণ এর সাক্ষ্য বহন করে। এতে থাকা সুইং আর্মগুলি যথেষ্ট শক্তিশালী ও মজবুত। সাথে রয়েছে ২০০ মিমি অ্যাডজাস্টেবল সাসপেনশন। বাইকটির পারফরম্যান্স নিয়ে বলতে গেলে এতে চালিকাশক্তি যোগায় ৮০৩ সিসির এল টুত্রিন সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। যা ৭৫ বিএইচপি ক্ষমতা ও ৬৮ এনএম টর্ক উৎপন্ন হয়।

এর পাশাপাশি শাহিদ কাপুরের কাছে রয়েছে Ducati Scrambler 1100, যা তিনি ২০১৯ সালে কিনেছিলেন। এটি ছিল একটি স্পেশাল এডিশন মোটরসাইকেল। এতে রয়েছে অ্যালুমিনিয়াম পার্টস যা মুডি ব্লু-গ্রে রঙের সঙ্গে যথার্থ লুক প্রদান করে। তবে সবচেয়ে আকর্ষণীয় অংশ এর রেডিয়েটরের গার্ড, মাড গার্ড ও সুইং আর্ম। এমনকি এই মডেলটিতে রয়েছে রেট্রো লুকের বাদামি রঙের সিট। অতিরিক্ত এই সমস্ত বৈশিষ্ট্যগুলির জন্য এই মডেলটির মূল্য বেস ভ্যারিয়েন্টের থেকে ২০,০০০ টাকা বেশি।

লিমিটেড এডিশনের মডেলটিতে অ্যাক্টিভ, জার্নি ও সিটি এই তিনটি রাইডিং মোড উপলব্ধ। বাইকটিকে চলার শক্তি যোগায় ১০৭৯সিসির লিকুইড কুল্ড এল টুত্রিন ইঞ্জিন। যার ক্ষমতা ৭,৬০০ আরপিএম গতিতে ৮৫ বিএইচপি ও সর্বাধিক টর্ক ৪,৭৫০ আরপিএম গতিতে ৮৮ এনএম। তবে সিটি মোডে এর সর্বোচ্চ পাওয়ার ৭৫ বিএইচপি।

এছাড়াও অভিনেতার কাছে রয়েছে BMW R 1250 GS অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল। যার মধ্যে ১৩৮ পিএস ক্ষমতাসম্পন্ন ১২৫৪ সিসির বক্সার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সংস্থাটির অপেক্ষাকৃত কম ক্ষমতা সম্পন্ন আরো একটি মডেল G 310R রয়েছে তার দখলে। এর পাশাপাশি Harley Davidson Fatboy এর মালিকও শাহিদ কাপুর। যদিও এই বাইকটির সাথে তাঁকে খুব একটা দেখা যায় না। একটা সময় রাতে বাইকটিকে নিয়ে ঘুরতে ভালবাসতেন তিনি।

Show Full Article
Next Story