Ola কে টেক্কা দিতে Simple Energy-এর ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার প্রথমে ভারতের এই রাজ্যগুলিতে লঞ্চ হবে
বেঙ্গালুরুর ইভি (ইলেকট্রিক ভেহিকল) স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy) স্বাধীনতা দিবসে তাদের ফ্ল্যাগশিপ স্কুটার...বেঙ্গালুরুর ইভি (ইলেকট্রিক ভেহিকল) স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy) স্বাধীনতা দিবসে তাদের ফ্ল্যাগশিপ স্কুটার সিম্পল ওয়ান (Simple One) লঞ্চ করতে চলেছে। আবার একই দিনে আত্মপ্রকাশ করবে প্রি-বুকিংয়ে আলোড়ন ফেলে দেওয়া ওলা ইলেকট্রিক স্কুটার (Ola Electric Scooter)। ফলে সে দিন কোন সংস্থা বেশি চমক দেবে, সেই দিকেই তাকিয়ে ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রি। সম্প্রতি নিজেদের নির্মীয়মান কারখানার খুঁটিনাটি ও ব্যবসা বাড়ানোর জন্য বিনিয়োগের অঙ্কের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিল সিম্পল এনার্জি। এবার তারা ঘোষণা করেছে, প্রথম পর্যায়ে দেশের কোন কোন রাজ্যে সিম্পল ওয়ান ই-স্কুটার লঞ্চ হবে।
প্রথম ধাপে ভারতের ১৩টি রাজ্যে লঞ্চ হবে Simple One ই-স্কুটার
কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাত এবং পঞ্জাব - কোম্পানির ফেজ-১ পরিকল্পনা অনুসারে ভারতের এই ১৩টি রাজ্যে সিম্পল এনার্জি তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে। সংস্থার সিইও সুহাস রাজকুমার (Suhas Rajkumar) টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।
Simple Energy-র কারখানা
প্রথম পর্যায়ে তামিলনাড়ুর হোসুরে ২ লক্ষ স্কোয়ার ফুট জমির উপর কারখানা তৈরি করছে সিম্পল এনার্জি। ২০২১ শেষ হওয়ার আগেই এই কারখানাতে উৎপাদন শুরু করা সম্ভব বলে মনে করছে তারা। বছরে প্রায় ১০ লক্ষ ই-স্কুটার তৈরি হবে এই কারখানায়। এখানে প্রায় ১ হাজার জনের কর্মসংস্থান হবে। এছাড়া আগামী দু’বছরের মধ্যে দেশজুড়ে নিজেদের ই-স্কুটার লঞ্চ করার জন্য ৩৫০ কোটি টাকা ঢালবে সংস্থাটি।
Simple One স্পেসিফিকেশন ও ফিচার
সিম্পল ওয়ান ই-স্কুটারে ৪.৮ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে। ইকো মোডে স্কুটারটি একটানা ২৪০ কিমি চলতে পারবে। সর্বোচ্চ গতিসীমা ১০০ কিমি/ঘন্টা। এটি ০-৫০ কিমি/ঘন্টা গতি তুলতে সময় নেবে মাত্র ৩.৬ সেকেন্ড।
এছাড়া সিম্পল ওয়ান ক্লাউড কানেক্টিভিটি, টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ, কল রিসিভিং, মিউজিক প্লেব্যাক সহ নানা মর্ডান ফিচারের সাথে আসবে।
Simple One প্রি-বুকিং
১৫ অগাস্ট লঞ্চ ইভেন্টের দিন শুরু হবে সিম্পল ওয়ানের প্রি-বুকিং। কোম্পানির ওয়েবসাইট থেকে আগ্রহীরা স্কুটারটি প্রি-বুকিং করতে পারবেন।
Simple One দাম
সিম্পল ওয়ানের দাম ১.১০ লাখ থেকে ১.২০ লাখ টাকার মধ্যে হতে পারে।